২০২৪ সালে ইতালির মিলান মোটরসাইকেল শো (EICMA)-তে প্রথমবারের মতো বহুল প্রতীক্ষিত অ্যাডভেঞ্চার বাইক Xpulse 421 প্রদর্শন করেছিল হিরো মটোকর্প। ওই সময় কোম্পানি এই বাইকটির একটি স্কেচ প্রকাশ করে; যা থেকে এর ডিজাইন সম্পর্কে ধারণা পাওয়া গিয়েছিল।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়, প্রায় শেষের দিকে Xpulse 421 এর ডেভেলপমেন্ট। হিরো তাদের রিসার্চ ও ডেভেলপমেন্ট সেন্টারে এবং ভারতের উত্তরাঞ্চলে বাইকটির প্রোডাকশন রেডি মডেলের পরীক্ষা ইতোমধ্যে শুরু করেছে। একই সঙ্গে ২০২৬ সালের মার্চ মাসে বাইকটি বাজারে আসতে পারে।
হিরোর একটি নতুন প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে Xpulse 421 বাইকটি তৈরি হচ্ছে। এতে একটি নতুন সিঙ্গেল-সিলিন্ডার ৪২১ সিসি লিকুইড-কুলড ইঞ্জিন থাকবে; যা ৩৫ থেকে ৪০ হর্সপাওয়ার শক্তি এবং মিড রেঞ্জ টর্ক উৎপাদন করতে পারবে।
বাইকটির স্পেসিফিকেশন এখনও চূড়ান্ত হয়নি। তবে বাইকটির সামনের দিকে আপ সাইড ডাউনলোড ফর্ক এবং পিছনে মনোশক থাকতে পারে যেটি প্রিলোড অ্যাডজাস্টমেন্টসহ আসবে এবং বাইকটির সামনে থাকতে পারে ২১ ইঞ্চি টিউব-টাইপ টায়ার।
তবে এটি Royal Enfield Himalayan 450, KTM 390 Adventure, ও আসন্ন TVS Apache RTX-এর সঙ্গে কঠিন প্রতিযোগিতায় পড়বে।
বাইকটির মূল্য কেমন হবে তা নিয়ে বাইকপ্রেমীদের মাঝে আলোচনা-সমালোচনা চলছে। এই সেগমেন্টে যেহেতু হিরোর আধিপত্য তেমন নেই, এ জন্য বাইকের বিক্রির পরিমাণ খুব একটা বেশি হবে না বলে অনেকেই মনে করছেন।
আরটিভি/এফএ