মহামারি করোনা ভাইরাসের টিকা নেয়ার পর রক্ত জমাট বেঁধে বিভিন্ন দেশে মৃত্যু হয়েছে অনেকের। তবে এবার বিরল এই পার্শ্বপ্রতিক্রিয়ার রহস্য উদঘাটন করলেন জার্মান বিজ্ঞানীরা।
বিজ্ঞানীরা জানিয়েছেন, শরীরে টিকার মাধ্যমে রোগ প্রতিরোধের জন্য যে সাধারণ ঠাণ্ডার ভাইরাস বা এডেনোভাইরাস ভেক্টর প্রবেশ করানো হয়, সেটির জন্যই জমাট বাঁধে রক্ত। আর টিকার এই সমস্যা সমাধান করা সম্ভব বলেও দাবি করেছেন তারা।
বুধবার (২৬ মে) ফ্রাঙ্কফুর্টের গোথে ইউনিভার্সিটি এবং হেমহোলটজের উলম ইউনিভার্সিটির গবেষকরা জানান, রক্ত জমাট বাঁধার এই সমস্যাটা লুকিয়ে আছে এডেনোভাইরাস ভেক্টরের মধ্যে।
সমীক্ষায় দেখা গেছে, যেসব মানুষ দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন তাদের মধ্যে বেশি দেখা যাচ্ছে রক্ত জমাট বাঁধার সমস্যা।
বিজ্ঞানীরা বলেছেন, করোনা ভাইরাসের যে টিকা দেয়া হয়, তা একটি কোষের ভিতরকার বিভিন্ন তরল উপাদানের সঙ্গে মেশার পরিবর্তে কোষের নিউক্লিয়াসে পৌঁছে যায়। এরপর নিউক্লিয়াসকে ভেঙে ফেলে সেখানে রূপান্তর ঘটায়। সৃষ্ট রূপান্তর শরীরে প্রবেশ করার ফলে তা থেকে রক্তে জমাট বাঁধে।
এখন পর্যন্ত জনসন অ্যান্ড জনসন (জেঅ্যান্ডজে) এবং অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দুটি টিকায় এমন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। যেসব নারীর বয়স ৫০ বছরের নিচে তাদের ক্ষেত্রে রক্ত জমাট বাঁধার বিষয়টি গুরুতর। অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে ব্রিটেনে রক্ত জমাট বেঁধেছে ৩০৯ জনের। মারা গেছেন ৫৬ জন।
একই ঘটনা ঘটেছে ইউরোপে ১৪২ জনের ক্ষেত্রে। বুধবার পর্যন্ত জেঅ্যান্ডজের টিকা নেয়ার পর এমন রক্ত জমাট বাঁধার ঘটনা যুক্তরাষ্ট্রেই ঘটেছে ২৮টি। সূত্র : ডেইলি মেইল
টিএস