ঢাকাFriday, 16 May 2025, 2 Jyoishţho 1432

সংঘর্ষের জন্য রুশ নয় মার্কিন সেনারা দায়ী: রাশিয়া

আরটিভি নিউজ

শুক্রবার, ২৮ আগস্ট ২০২০ , ১০:৪৭ এএম


loading/img
ফাইল ছবি

সিরিয়ায় রাশিয়া এবং মার্কিন সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনার জন্য ওয়াশিংটনকে দায়ী করেছে মস্কো। মঙ্গলবার ইরাক এবং তুরস্ক সীমান্তে দেরিক অঞ্চলে রুশ ও মার্কিন যুদ্ধযানের মধ্যে সংঘর্ষে কয়েকজন আমেরিকান সেনা আহত হন।

বিজ্ঞাপন

এ বিষয়ে মস্কো সুস্পষ্ট করে বলেছে, আমেরিকার সেনারা রুশ সেনা টহল দলকে বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় রাশিয়ার সেনারা তাদের গাড়ি দিয়ে আমেরিকার একটি গাড়ি ভেঙে চুরমার করে দেয়।

আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বা এনএসসি বলেছে, মঙ্গলবার সকালে রাশিয়ার সেনারা আমেরিকার একটি মাইন-প্রতিরোধী গাড়িকে ধাক্কা দেয় এবং তাতে আমেরিকার কয়েকজন সেনা আহত হয়।

বিজ্ঞাপন

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়,  রাশিয়ার একটি সেনাবহর ওই অঞ্চল দিয়ে যাবে সেটি আগেই মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীকে জানানো হয়েছিল। তা সত্ত্বেও মার্কিন সেনারা রুশ সেনাদেরকে বাধা দেয়ার চেষ্টা করেছে। এ অবস্থায় রাশিয়ার সেনারা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে এবং তারা তাদের মিশন শেষ করেছে।

এই প্রথম আমেরিকার পলিটিকো পত্রিকার  তথ্যমতে- রুশ সেনাদের হামলায় ৪ মার্কিন সেনা আহত হয়েছে।

এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |