রাষ্ট্রপতিকে প্রথম জিপে দেখলেন অষ্টগ্রামবাসী

বুধবার, ১৫ মার্চ ২০১৭ , ১১:১৪ পিএম


রাষ্ট্রপতিকে প্রথম জিপে দেখলেন অষ্টগ্রামবাসী

কিশোরগঞ্জের হাওর অঞ্চল অষ্টগ্রাম। বর্ষাকালে যেখানে অথৈ পানি। শুষ্ক মৌসুমে বিস্তীর্ণ হাওর। এক সময় সেখানে নৌকা আর হেটে চলতে হতো এলাকার মানুষকে।

বিজ্ঞাপন

এবার সেই হাওরের বুক চিড়ে জন্ম নিয়েছে পিচ ঢালা পথ। ইটনা- অষ্টগামের মধ্যে সংযোগ সড়ক পাকা হয়েছে। সেই পথে চার চাকার জিপে চড়লেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। আর এ সময় চালকের আসনে ছিলেন তার ছেলে স্থানীয় সাংসদ রেজওয়ান আহমেদ তৌফিক।

অষ্টগ্রামের মানুষ এই প্রথম রাষ্ট্রপতিকে জিপে চড়তে দেখলেন।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, রাষ্ট্রপতি একটি জিপে করে এই দুর্গম উপজেলার প্রত্যন্ত এলাকা সফর করেন।

বঙ্গভবনের মুখপাত্র জানান, সাধারণত রাষ্ট্রপতির গাড়ি বহরে জিপ থাকে না। কিন্তু একটি স্থানীয় হাসপাতালের ব্যবহারের জন্য বিশেষ ব্যবস্থায় সম্প্রতি আনা হয় এই জিপটি। যাতে এবারই প্রথম রাষ্ট্রপতি চড়ে এই এ অঞ্চলের অমসৃণ পথে ভ্রমণ করলেন।

জয়নাল আবেদিন বলেন, অষ্টগ্রামবাসী এই মাটির সন্তানকে কাছে পেয়ে অভিনন্দিত হন।

বিজ্ঞাপন

তিনি জানান, পরে রাষ্ট্রপতি সংশ্লিষ্ট কর্মকর্তাদের মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে যোগাযোগ অবকাঠামোর বিভিন্ন নির্মাণ কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।

জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission