বাংলাদেশে অভ্যন্তরে কোনো আইএস নেই। যারা আছে তারা এ দেশীয় জঙ্গি গোষ্ঠী। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে আইএস এর অবস্থান নিয়ে বিদেশিরা যত অভিযোগ করুক, দেশে কোনো আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর অস্তিত্ব নেই। দেশীয় জঙ্গিরাই দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী তাদের কঠোর হাতে মোকাবেলা করছে।
আসাদুজ্জামান খান বলেন, বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই। তবে বিদেশে গিয়ে বাংলাদেশিদের মধ্যে কেউ কেউ আন্তর্জাতিক কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দেশের এক ইঞ্চি মাটিও বিদেশি সন্ত্রাসীদের ব্যবহার করতে দেয়া হবে না।
তিনি বলেন, দেশে এখনো শতভাগ জঙ্গি নির্মূল করতে না পারলেও তারা পুরোপুরি সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে। জঙ্গিরা যেখানে তৎপরতা দেখাবে সেখানেই ধরা পড়বে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। চট্টগ্রামের অভিযানও সফল হয়েছে। ৪ জঙ্গি মারা গেছে।
বুধবার বিকেল ৪টা থেকে চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি বাড়ি ঘিরে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও সোয়াত। বৃহস্পতিবার সকালে সেই অভিযানে ৪ জঙ্গি নিহত হয়। এ সময় আহত হন পুলিশের দুই সদস্যসহ তিনজন। উদ্ধার করা হয় ৩ পরিবারের অন্তত ২০ জনকে।
এইচটি/জেএইচ