ঢাকাFriday, 09 May 2025, 26 Boishakh 1432

এক বছর ধরে বাবার ধর্ষণের শিকার মেয়ে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১ , ১২:৫১ পিএম


loading/img
সংগৃহীত

নাবালিকা মেয়েকে এক বছরেরও বেশি সময় ধরে ধর্ষণ করছিলেন বাবা। এরপর পুলিশের দ্বারস্থ হন মা এবং মেয়ে। তাদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতের মধ্যপ্রদেশের ভোপালে এই ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুনঃ মানুষের কপালে মিললো ১৭৫ কোটি টাকার হীরা

নির্যাতিতা মেয়েটি ষষ্ঠ শ্রেণির ছাত্রী। ওই নাবালিকা জানিয়েছে, এক বছর আগে যখন তার মা বাড়িতে ছিলেন না, তখন প্রথমবার বাবার ধর্ষণের শিকার হয় সে। তখন তার ভাইও বাড়িতে ছিল বলে জানিয়েছে নির্যাতিতা।

বিজ্ঞাপন

দাদী মারা যাওয়ার পর দাদার বাড়িতে থাকতে শুরু করে ওই নাবালিকা। গত ২৮ ফেব্রুয়ারি মাতাল অবস্থায় সেখানে উপস্থিত হন অভিযুক্ত। সেখানে ফের ধর্ষণ করেন নিজের মেয়েকে।

আরও পড়ুনঃ সুইডেনে ছুরিকাঘাতে গুরুতর আহত ৮

এরপরই মাকে পুরো ঘটনার কথা জানায় নির্যতিতা। তখন ওই নারী নিজের স্বামীর এই কাজের প্রতিবাদ করেন। তখন অভিযুক্ত ব্যক্তি মা-মেয়ে দুজনকেই মারধর করেন।

বিজ্ঞাপন

এরপরই জাহাঙ্গীরাবাদ থানায় অভিযোগ দায়ের করেন তারা। অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। মেডিকেল পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মিলেছে বলে জানিয়েছে পুলিশ।

একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, বাবা গ্রেপ্তার হতে পারেন, এই ভয়ে ধর্ষিত হওয়ার পরও এক বছর গোটা ঘটনার কথা কাউকে বলেনি নির্যাতিতা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |