ঢাকাসোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

টাইট জিন্স পরায় সংসদ থেকে বের করে দেয়া হলো নারী এমপিকে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৪ জুন ২০২১ , ০৮:২৬ পিএম


loading/img
সংসদ থেকে বের হয়ে যাচ্ছেন তানজানিয়ার সেই নারী সংসদ সদস্য কনডেস্টার সিচওয়াল

জাতীয় সংসদে ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা। টাইট জিন্স প্যান্ট পরার অপরাধে আফ্রিকার দেশ তানজানিয়ার সংসদ সদস্য হয়েও ছাড় পেলেন না কনডেস্টার সিচওয়াল নামে এক নারী।

বিজ্ঞাপন

সংবামাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, টাইট জিন্স পরে আসায় ওই নারী সাংসদকে সংসদ অধিবেশন থেকে সোজা বের করে দেন স্পিকার জব দুগাই।

জানা গেছে স্পিকার নারী সংসদ সদস্য কনডেস্টারকে বলেন, ‘বেরিয়ে যান, ভালো পোশাক পরে ফের আমাদের সাথে যোগ দেবেন’।

এ ঘটনার পর দুগাই এক পুরুষ সংসদ সদস্যকে বলেন, ‘আমাদের কোনো কোনো বোনেরা উদ্ভট পোশাক পরেন। তারা আসলে সমাজকে কী বোঝাতে চায়?’ এই অপসংস্কৃতির বিরুদ্ধে সরব হয়ে ওঠেন তানজানিয়ার স্পিকার।

এ ব্যাপারে নারী সংসদ সদস্যদের টাইট জিন্স পরা নিষিদ্ধের ব্যাপারে সংসদীয় নিয়মের প্রসঙ্গ টেনে আরেক সংসদ সদস্য হুসাইন ওমর বলেন, সংসদ সমাজেরই প্রতিবিম্ব। এখানে কোনোরকম অশালীনতা গ্রাহ্য করা যায় না।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ভারত মহাসাগরের তীরে অবস্থিত পূর্ব আফ্রিকার প্রজাতন্ত্র তানজানিয়ায় ৬১ শতাংশ খ্রিষ্টান, ৩৫ শতাংশ মুসলিম এবং বাকিরা ঐতিহ্যগত আফ্রিকান ধর্মের অনুসারী বাস করেন। সূত্র : ইয়েনি শাফাক

টিএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |