ঢাকাশনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

অভ্যাসবশত প্রধানমন্ত্রীর চেয়ারে বসে পড়লেন নেতানিয়াহু!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৫ জুন ২০২১ , ০৮:১৭ পিএম


loading/img
সংগৃহীত

দীর্ঘ ১২ বছর ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় ছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু কয়েকদিন আগেই ক্ষমতা হারান তিনি। নিজের এক সময়ের রাজনৈতিক সহযোগী নাফতালি বেনেত এখন দেশটির প্রধানমন্ত্রী। খবর জি নিউজের।

বিজ্ঞাপন

তবে এতদিন ধরে ক্ষমতায় থাকায় নাকি চেয়ারের মোহে ভুল করে নিজের আগের পদের জন্য নির্ধারিত চেয়ারে বসে বিতর্ক তৈরি করলেন সদ্য সাবেক হওয়া নেতানিয়াহু।

মঙ্গলবার প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ইসরায়েলের সদ্য সাবেক প্রধানমন্ত্রী নেতানিয়াহু ভুলবশত ইসরায়েলের প্রধানমন্ত্রীর আসনেই গিয়ে বসেছেন!

বিজ্ঞাপন

কয়েকদিন আগেই ১২ বছরের প্রধানমন্ত্রিত্বের পরে সরতে হয়েছে নেতানিয়াহুকে। কিন্তু সোমবার তিনি হয়তো এক যুগের অভ্যাস ভুলতে পারেননি। আনমনেই হয়তো প্রধানমন্ত্রীর চেয়ারে গিয়ে বসেন, যে চেয়ারটিকে এতদিন তিনি একান্তভাবে নিজের চেয়ার বলেই মনে করে এসেছেন।

যাই হোক, সঙ্গে সঙ্গে তাকে ব্যাপারটা খেয়াল করিয়ে দেয়া হয় এবং আসন ত্যাগ করে তার জন্য নির্দিষ্ট আসনে বসতে বলা হয়। এবার থেকে তার বিরোধী আসনে (opposition seat) বসার কথা। রোববারই ইসরায়েলের  পার্লামেন্ট বেনেতকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। তিনি একটি নতুন জোট সরকারের নেতৃত্ব দেবেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |