আফগানিস্তান থেকে দূতাবাস সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে ইতালি। আফগানিস্তান থেকে দূতাবাস সরিয়ে কাতারের রাজধানী দোহায় নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী লুইজি ডি মাও। খবর আল জাজিরার
তিনি বলেন, তালেবান আফগানিস্তান দখলের পর পশ্চিমা দেশুগুলোর মধ্যে দূতাবাস সরিয়ে নেওয়ার ক্ষেত্রে ইতালি হলো সর্বশেষ দেশের মধ্যে একটি।
দোহায় তালেবানের রাজনৈতিক কার্যালয়ে থাকার কারণে অনেক কূটনীতিক পারস্য উপসাগরীয় দেশটিতে তাদের দূতাবাস সরিয়ে নিচ্ছে। যা ২০১৩ সাল থেকে শুরু হয়েছে। গত মাসে তালেবান কাবুল দখলের পর এ হার আরও বেড়েছে।
এদিকে এখন পর্যন্ত চীন, ইরান, পাকিস্তান, রাশিয়া ও তুরস্ক আফগানিস্তানে তাদের দূতাবাস চালু রেখেছে।
জেএইচ/পি