ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

কারওয়ান বাজারে মিললো বেওয়ারিশ মরদেহ

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ১২ মে ২০১৭ , ১১:২৪ এএম


loading/img

রাজধানীর কারওয়ান বাজার মোড়ের আন্ডার পাসের পাশে মিললো বেওয়ারিশ একজনের মরদেহ।

বিজ্ঞাপন

শুক্রবার সকালে রাস্তার ওপরে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

শফিক নামের একজন পথচারী আরটিভি অনলাইনকে বলেন, আমি এদিক দিয়ে যাবার সময় কয়েকজনের ভিড় দেখে দাঁড়াই। পরে জানতে পারলাম একজন মারা গেছেন। তবে তাকে কেউ চিনতে পারছেন না। অনেকেই বলছেন আশেপাশে তাকে ভিক্ষা করতে দেখা যেতো।

বিজ্ঞাপন

তেজগাঁও থানার পুলিশ কর্মকর্তা রবিউল বলেন, বেওয়ারিশ মরদেহ পড়ে আছে এমন খবর পেয়ে আমরা এসেছি। কেউ কিছু বলতে পারছে না। আমরা এসে দেখলাম লোকটির দাফন-কাফনের জন্য পথচারীদের অনেকেই টাকা দান করছেন।

পুলিশের হেফাজতে নিয়ে তার আত্মীয়-স্বজনদের কারো হদিস না পাওয়া গেলে বেওয়ারিশ হিসেবে তার মরদেহ দাফনের ব্যবস্থা করা হবে।

কে/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |