ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

তুরস্কে বাস খাদে পড়ে নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

রোববার, ১৪ মে ২০১৭ , ০৪:০৪ পিএম


loading/img

তুরস্কে পর্যটকবাহী একটি  বাস খাদে পড়ে স্থানীয় ২৪ পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১১জন। 

বিজ্ঞাপন

শনিবার দেশটির মুগলা প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সামুদ্রিক পর্যটন এলাকা মারমারিসের কাছে বাসটি ছিটকে খাদে পড়ে যায়। 

ঘটনাস্থলেই ১৭ জন নিহত হয়েছেন। হাসপাতালে ভর্তির পর আরো ৭ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

মুগলার প্রদেশের গভর্নর আমির শিয়েক জানান, বাসটি ৪০ জন যাত্রী বহন করছিল। যাত্রীদের বেশিরভাগই নারী। এদের মধ্যে সবাই স্থানীয় পর্যটক। 

তিনি আরো বলেন, দুর্ঘটনাটি ঘটে একটি পাহাড়ি রাস্তায় এবং ওই সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বেড়া ভেঙে একটি খাদে পড়ে যায়। বাসটির নিয়ন্ত্রণ ব্যবস্থা (ব্রেক) নষ্ট হয়ে থাকতে পারে বলে জানান তিনি।

মারমারিসের মেয়র আলী আকার বলেন, ড্রাইভারের ব্যর্থতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

বিজ্ঞাপন

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান এ দুর্ঘটনার পর শোক প্রকাশ করেছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

বিজ্ঞাপন

এপি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |