ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

গানের তালে নাচতে নাচতে নিজের বুকে নিজেই ছুরি চালালো যুবক, অতঃপর (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২০ মার্চ ২০২২ , ০৯:০২ এএম


loading/img
ফাইল ছবি

ভারতের মধ্যপ্রদেশের ইনদওরের বনগঙ্গা এলাকায় গোপাল সোলাঙ্কি নামে এক যুবক নিজের বুকে নিজেই ছুরি চালিয়েছে। এই ঘটনার একটি ভিডিও এরই মধ্যে প্রকাশ পেয়েছে।  এই ঘটনার পর ওই যুবক মারা গেছেন বলে জানায় ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

বিজ্ঞাপন

আনন্দবাজার তাদের প্রতিবেদনে জানায়, বৃহস্পতিবার রাতে বন্ধুদের সঙ্গে নেশা করে ‘হোলিকা দহন’ পালন করছিলেন গোপাল সোলাঙ্কি। গানের তালে তালে সকলেই নাচছিলেন। হাতে ছুরি নিয়ে নাচছিলেন গোপাল। সাউন্ড বক্সে তখন ‘খলনায়ক’ ছবির গান ‘নায়ক নেহি, খলনায়ক হুঁ ম্যায়’ বাজছিল।

নেশার ঘোরে সেই গানের সঙ্গে অভিনয় করছিলেন গোপাল সোলাঙ্কি নামে ওই যুবক। ডান হাতে থাকা ছুরি দিয়ে এর পরই বুকের বাঁ দিকে কয়েকবার আঘাত করেন। সেই অবস্থাতেও নাচছিলেন তিনি। 

বিজ্ঞাপন

সেসময় গোপাল নিজেও বুঝতে পারেননি যে গুরুতর জখম হয়েছেন তিনি এবং বুক থেকে রক্ত বের হচ্ছে। সেই দৃশ্য  এক মহিলার চোখে পড়লে তিনি এসে গোপালকে সতর্ক করেন। রক্তে হলুদ জামার এক পাশ লাল হয়ে গিয়েছিল। পরে গোপালকে টলতে টলতে সেখান থেকে চলে যেতে দেখা যায়।

আনন্দবাজার পত্রিকা আরও জানায়, গুরুতর জখম অবস্থায় গোপালকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

সূত্র : আনন্দবাজার।

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |