ঢাকাবুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

ইউক্রেন যুদ্ধে আরও এক রুশ জেনারেল নিহত

আন্তর্জাতিক ডেস্ক : আরটিভি নিউজ

শনিবার, ২৬ মার্চ ২০২২ , ০১:৩৫ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

ইউক্রেনের খেরসনে এক রুশ জেনারেল নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনী।

বিজ্ঞাপন

ইউক্রেনের সেনাবাহিনী জানায়, তাদের বাহিনী ইউক্রেনের দক্ষিণে খেরসন অঞ্চলের চোরনোবাইভকাতে লড়াইয়ের সময় রাশিয়ান লেফটেন্যান্ট জেনারেল ইয়াকভ রেজান্টসেভকে হত্যা করেছে।

খবর সিএনএনের।

বিজ্ঞাপন

ইউক্রেন সেনাবাহিনীর বরাত দিয়ে সিএনএন জানায়, রেজান্টেজ রাশিয়ান ফেডারেশনের দক্ষিণ সামরিক জেলার ৪৯তম সম্মিলিত অস্ত্র বাহিনীর কমান্ডার ছিলেন।

তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের এ দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এখন পর্যন্ত, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে প্রায় ছয়জন রুশ জেনারেল এবং ব্ল্যাক সি ফ্লিটের একজন ডেপুটি কমান্ডার নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

এ দিকে চলমান এই যুদ্ধে ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন প্রায় ৩৯ লাখ মানুষ। যুদ্ধে ইউক্রেনের ১৩শ’ সেনা এবং রাশিয়ার ১৬ হাজার ১০০ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের এক হাজার ৩৫১ সেনা নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনের এক হাজার ৮০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

সূত্র : সিএনএন, বিবিসি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |