ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

খুলছে অফিস বুধবার

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ২৭ জুন ২০১৭ , ১১:৪০ পিএম


loading/img

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে সচিবালয়সহ সরকারি সব অফিস খুলছে আগামীকাল (বুধবার)। তাই অনেক সরকারি চাকরিজীবী রাজধানীতে ফিরতে শুরু করেছেন। অনেকে পরিবার পরিজন নিয়ে গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করলেও চাকরির জন্য পরিবার ছাড়া মঙ্গলবার রাতেই ঢাকা ফিরছেন।

বিজ্ঞাপন

তবে ঈদের আগে রাস্তায় যানজট চোখে পড়লে মঙ্গলবার ঘরমুখো মানুষকে তেমনটা বেগ পোহাতে হচ্ছে না। 

এবার চাঁদ দেখা সাপেক্ষে সরকারি ছুটি নির্ধারিত ছিলো ২৫, ২৬ ও ২৭ জুন (রোব, সোম ও মঙ্গলবার)।  তবে বুধ ও বৃহস্পতিবারের পর আবার শুক্র ও শনিবার দুদিনের সাপ্তাহিক ছুটি। এ কারণে অনেকে বুধ ও বৃহস্পতিবারের জন্য ছুটি নিয়েছেন। তাই বুধবার অফিস খুললেও অফিস- আদালত কর্মমুখর হবে আসছে রোববার থেকে। 

বিজ্ঞাপন

এদিকে ঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ অফিস ছিল গেল বৃহস্পতিবার ২২ জুন। ২৩ জুন ছিলো শুক্রবার শবেকদর। ২৪ জুন ছিল শনিবার সাপ্তাহিক ছুটি। 

তবে ঈদের ছুটির পর প্রথম দিনের অফিস থাকে অনেকটাই কর্মচাঞ্চল্যহীন। অনেকেই ছুটিতে থাকেন। যারাও আসেন ঈদের শুভেচ্ছা ও কুশলাদি বিনিময়েই মূলত প্রথম দিনের অফিস কাটিয়ে দেন। ছুটির এ নিয়ম বেসরকারি খাতে পালন করা হলেও অনেক প্রতিষ্ঠান বাড়তি ছুটিও দিয়ে থাকে।

 

বিজ্ঞাপন

এমসি/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |