তুরস্ক ও সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে শুধু তুরস্কেরই ২১ হাজার জন। দেশটিতে এখন হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, বাতাসে লাশের গন্ধ ভাসছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, সিরিয়ায় ভূমিকম্পে এখন পর্যন্ত ২ হাজার ৫৫৩ জনের মৃত্যু হয়েছে। আর তুরস্কে মৃত্যু হয়েছে ২১ হাজার ৮৪৮ জনের। ফলে পাঁচদিন আগের এই ভূমিকম্পে এখন পর্যন্ত উভয় দেশে ২৫ হাজার ৪০১ জন মারা গেছেন।
এদিকে ভূমিকম্পের পঞ্চম দিনেও তুরস্কে ধ্বংসস্তূপের নিচে মিলছে প্রাণের স্পন্দন। উদ্ধারকারীরা এখনও ধ্বংসস্তূপের নিচে জীবিত মানুষের সন্ধান করছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, তুরস্কে ধ্বংসস্তূপের নিচ থেকে আজ বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
তুরস্কের কাহরামানমারাস শহরে বাতাসে লাশের গন্ধ ছড়িয়ে পড়েছে বলে জানিয়ছেন আল-জাজিরার প্রতিনিধি রেসুল সরদার। তিনি বলেন, আমরা সর্বত্রই লাশের গন্ধ পাচ্ছি। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন।
দেশটির ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতে বলেন, গত ২৪ ঘণ্টায় ধ্বংসস্তূপের নিচে থেকে ৬৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো থেকে তুরস্কে মোট ৩১ হাজার জন উদ্ধার হয়েছেন। প্রায় ৮০ হাজার মানুষকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর ভূমিকম্পে গৃহহীন হয়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন ১০ লাখের বেশি মানুষ।
এর আগে, স্থানীয় সময় গত ৬ ফেব্রুয়ারি ভোরের দিকে সিরিয়া এবং তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণ পর ফের ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি ভূমিকম্প এবং পরে আরও অনেকগুলো আফটারশক হয়।