ঢাকাশুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

পাকিস্তানে ভারী বৃষ্টিতে প্রাণ গেল ২৫ জনের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১১ জুন ২০২৩ , ০৮:৫৫ এএম


loading/img
ছবি: সংগৃহীত

পাকিস্তানে ভারী বৃষ্টিতে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ১৪৫ জন।

বিজ্ঞাপন

পাকিস্তানের গণমাধ্যম ডন’র তথ্যমতে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় ভারী বর্ষণের জেরে ঘরবাড়ি ধস ও বিভিন্ন দুর্ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে। ভারী বর্ষণ ও শিলাবৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু, লাক্কি মারওয়াত এবং কারাক জেলায়। এই প্রদেশের অনেক জায়গায় গাছ ভেঙে যোগাযোগ বন্ধ রয়েছে। কিছু জায়গায় বৈদ্যুতিক ট্রান্সমিশন টাওয়ারে ভেঙে পড়েছে। 

এদিকে, নিহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে দুর্যোগপূর্ণ এলাকায় ত্রাণ পাঠাতে নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত বছর ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় দেশটিতে অন্তত ১ হাজার ৭৩৯ জন মানুষের মৃত্যু হয়। যার মধ্যে ৬৪৭ জনই শিশু। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৩ কোটি ৩০ লাখ মানুষ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |