পরিবার বা সতীর্থদের সঙ্গে ১৯তম জন্মদিনটি আজ উদযাপন করার কথা ছিল চীনা ফুটবলার গুও জিয়াকসুয়ানের। কিন্তু তার একদিন আগেই পাড়ি জমালেন না ফেরার দেশে। তরুণ এই ডিফেন্ডার খেলতেন চায়নিজ সুপার লিগের ক্লাব বেইজিং গুয়োয়ানে।
গত মাসে স্পেনের মাদ্রিদে বেইজিং অনূর্ধ্ব-২০ দল এবং স্প্যানিশ দল আরসি আলকোবেন্দাসের মধ্যে একটি অনুশীলন ম্যাচ চলাকালে দুর্ঘটনার পর কোমায় চলে গিয়েছিলেন এই চীনা ফুটবলার। স্থানীয় ডাক্তাররা তখন জানান, তরুণ এই খেলোয়াড়ের ‘ব্রেন ডেথ’ (মস্তিষ্ক অকেজো হয়ে যাওয়া; বিশেষ ব্যবস্থায় বাঁচিয়ে রাখা) হয়েছে।
অবস্থার অবনতি হওয়ায় জিয়াকসুয়ানকে নিয়ে যাওয়া হয় বেইজিংয়ের একটি হাসপাতালে। সেখানে গতকাল বুধবার সন্ধ্যায় মারা যান তিনি। জিয়াকসুয়ান মারা যান তার ১৮তম বছরের শেষ দিনে। অর্থাৎ, ১৯তম জন্মদিনের ঠিক আছে।
এদিকে, জিয়াকসুয়ানের পরিবার পুরো ব্যাপারটি গোপন রেখে তাদের সঙ্গে যোগাযোগ না করার অভিযোগ করেছে বেইজিং ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে। কিন্তু জিয়াকসুয়ানের পরিবারকে সব ধরনের সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে ক্লাবটি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা এমন একজনকে হারিয়েছি যে ফুটবল ভালোবাসত। জিয়াক্সুয়ান আত্মা শান্তি পাক।
জিয়াকসুয়ান কেন মারাত্মক আঘাত পেয়েছিলেন সেটি যদিও এখনও অজানা। তার পরিবার ম্যাচের ভিডিও ফুটেজ, হাসপাতালে পৌঁছানোর আগে চিকিৎসার বিবরণ এবং তার ইন্সুরেন্স সম্পর্কে তথ্য চেয়েছে।
নিহতের ভাই সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণ এই ডিফেন্ডারে সাদা-কালো ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘১৮ বছরের শেষ দিনে সে চিরতরে নিথর হয়ে গেল।
আরটিভি/এসআর