ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

বাংলাদেশের দলগুলোর সঙ্গে সম্পৃক্ততা বাড়াচ্ছে ভারত : দ্য হিন্দু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২১ আগস্ট ২০২৩ , ০৫:২৩ পিএম


loading/img

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পৃক্ততা বাড়াচ্ছে ভারত।

বিজ্ঞাপন

সোমবার (২১ আগস্ট) ভারতের প্রভাবশালী গণমাধ্যম ‘দ্য হিন্দু’র অনলাইন সংস্করণে এক প্রতিবেদনে এই মন্তব্য করা হয়। প্রতিবেদনটি কল্লোল ভট্টাচার্যের।

এতে বলা হয়, বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানানোর কয়েক দিন পর ভারত ঢাকার রাজনৈতিক মহলগুলোর সঙ্গে সম্পৃক্ততা বাড়িয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে আরও বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে একটি দলকেও আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের পক্ষ থেকে। জি এম কাদের বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সর্বদলীয় সংলাপের আহ্বান জানিয়েছেন।

দ্য হিন্দু বলছে, জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির প্রতিনিধিদলটির সফরটি বেশ গুরুত্বপূর্ণ। কারণ, কয়েক দিন পরই জি-২০ জোটের সম্মেলনে ‘আমন্ত্রিত অতিথি’ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যাবেন।

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কেন্দ্রে আছে প্রধান বিরোধী দল বিএনপি এবং একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবি।

বিজ্ঞাপন

এতে বলা হয়, শেখ হাসিনার সরকার আসন্ন নির্বাচন যথাসময়ে এবং তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই করার ওপর জোর দিয়ে আসছে। ২০১১ সালে সংসদীয় আইনের মাধ্যমে এই তত্ত্বাবধায় সরকার বাতিল হয়ে যায়।

বিজ্ঞাপন

টেলিফোনে দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে জি এম কাদের শেখ হাসিনার সরকার এবং বিএনপি উভয়ের মধ্যেই সমদূরত্ব তৈরি করে বলেন, ‘সরকারের জন্য সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে এগিয়ে আসা খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাই সব পক্ষ বসে আলোচনা করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার উপায় নিয়ে আলোচনা করুক।’

জি এম কাদের অবশ্য বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেননি। তিনি বলেন, ‘তারা তত্ত্বাবধায়ক সরকারের জন্য জোর দিয়ে আসছে কিন্তু তত্ত্বাবধায়ক গঠন ঠিক কেমন হওয়া উচিত তা স্পষ্ট করেনি। আমাদের মনে একটি সূত্র আছে এবং আমরা যখন সর্বদলীয় সংলাপ হবে তখন আমরা তা টেবিলে রাখব।’

এদিকে রোববারই দিল্লি পৌঁছেছেন জি এম কাদের। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে তার এই এই সফর।

সূত্র: দ্য হিন্দুর প্রতিবেদন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |