• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সব ক্রু নিহত

আরটিভি নিউজ

  ১২ জুলাই ২০২৪, ২৩:১৮
ছবি: বিবিসি

রাশিয়ার রাজধানী মস্কোর কাছে একটি যাত্রীবাহী বিমান পরীক্ষামূলক চালানোর সময় বিধ্বস্ত হয়েছে। ওই সময় বিমানটিতে শুধুমাত্র তিনজন পাইলট ছিলেন। দুর্ঘটনায় তারা সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

শুক্রবার (১২ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

আজ একটি সংক্ষিপ্ত বিবৃতিতে, রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, যে বিমানটি বনাঞ্চলে বিধ্বস্ত হয়েছে। জনগণের মধ্যে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রাশিয়ার তৈরি সুপারজেট ১০০ নামের বিমানটি ৮৭ থেকে ৯৮ জন যাত্রী বহন করতে পারে। তবে দুর্ঘটনাকবলিত বিমানটিতে কোনো সাধারণ যাত্রী ছিলেন না।

রুশ বার্তাসংস্থা টাস নিউজ জানিয়েছে, বিমানটিতে পূর্ব নির্ধারিত কিছু মেরামতের কাজ করা হয়। এরপর এটি শুক্রবার (১২ জুলাই) পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করতে উড্ডয়ন করে। আকাশে উড়াল দেওয়ার এক ঘণ্টার কিছু সময় পর এটি একটি বনাঞ্চলে বিধ্বস্ত হয়। ওই সময় বিমানটি মস্কোর ভুকোভো বিমাবন্দরে যাচ্ছিল।

অপর একটি বার্তাসংস্থা আরআইএ নভোস্তি জানিয়েছে, রাজধানী মস্কোর ৬০ কিলোমিটার দূরের কোলোমেনস্কি বিভাগে বিমানটি বিধ্বস্ত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে, দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে।

বিধ্বস্তের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা তদন্ত করে প্রকৃত কারণ জানাবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এ বছর ১২৪ জন বাংলাদেশিকে বৃত্তি দেবে রাশিয়া
রূপপুর বিদ্যুৎ প্রকল্পের সমাপ্তির আশ্বাস রাশিয়ার
ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত
রাশিয়ান পতাকা দিবসে উৎসবমুখর ঈশ্বরদী