• ঢাকা শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
logo

বাংলাদেশ-ভারত সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ রাখার সিদ্ধান্ত বিএসএফের

আরটিভি নিউজ

  ১১ জানুয়ারি ২০২৫, ১২:২৪
বাংলাদেশ-ভারত সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ রাখার সিদ্ধান্ত বিএসএফের
ফাইল ছবি

উত্তেজনা নিরসনে বাংলাদেশ-ভারত সীমান্তে বেড়া নির্মাণের সিদ্ধান্ত থেকে আপাতত সরে দাঁড়িয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (১০ জানুয়ারি) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বেঙ্গল ফ্রন্টিয়ারের এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানায় টাইমস অব ইন্ডিয়া।

ভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার পশ্চিমবঙ্গের মালদার বৈষ্ণবনগরে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে বিএসএফ। কিন্তু, এতে আপত্তি জানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে আবারও মঙ্গলবার বেড়া নির্মাণের চেষ্টা করে বিএসএফ। তবে ওইদিন পতাকা বৈঠকের পর নির্মাণকাজ ফের বন্ধ করা হয়।

বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের সিনিয়র এক কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, যেহেতু বেড়া নির্মাণ জরুরি নয়, তাই অপ্রয়োজনীয় উত্তেজনা এড়াতে নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর দ্রুত কাজ শুরু হবে। তবে, আমরা কোনো দিন-তারিখ নির্ধারণ করছি না।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এক ভিডিওতে দেখা গেছে, চাঁপাইনবাবগঞ্জের একটি গ্রামে মাটির বাঙ্কার তৈরি করা হয়েছে। যেখানে পাহারা দিচ্ছেন বিজিবির সদস্যরা। ওই সময় সাধারণ মানুষকেও সেখানে পাহারা দিতে দেখা যায়।

এ মুহূর্তে বাংলাদেশ-ভারত সীমান্তের ওই জায়গায় কোনো উত্তেজনা নেই বলে দাবি করেছেন বিএসএফের কর্মকর্তারা।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের ২ হাজার ২১৬ কিলোমিটার সীমান্ত রয়েছে, যার ৫০ শতাংশেই কোনো বেড়া নেই। এর মধ্যে মালদার ১৭২ কিলোমিটার সীমান্তের ২৭ কিলোমিটার এলাকা বেড়াবিহীন।

টাইমস অব ইন্ডিয়াকে সাক্ষাৎকার দেওয়া বিএসএফের কর্মকর্তা দাবি করেছেন, তারা গত বছর এ বেড়া নির্মাণ শুরু করেন। কিন্তু বিরূপ আবহাওয়ার কারণে এ কাজ কয়েক মাস বন্ধ রাখা হয়। এরপর যখনই কাজ শুরু করেছেন, তখনই বিজিবির বাধার মুখে পড়েছেন।

আরটিভি/এসএইচএম/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতও বিশ্বাস করে, শেখ হাসিনার পতনে মার্কিন ভূমিকা নেই: সুলিভান
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
‘বাংলাদেশকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র’
আইএমডি’র আমন্ত্রণে পাকিস্তানের সাড়া, বাংলাদেশ এখনো নীরব