ঢাকাশনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

আরও কিছু সময় পেলে ফলাফল ভিন্ন হতে পারত: শান্ত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২১ জুন ২০২৫ , ১০:৪২ পিএম


loading/img
নাজমুল হোসেন শান্ত। ছবি: এএফপি

গলে রানবন্যার ম্যাচে ড্র করেছে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে দুই ইনিংসেই দাপট দেখিয়েছে টাইগাররা। আর ম্যাচ জিততে না পারায় জন্য পর্যাপ্ত সময় না পাওয়াকে দায়ী করেছেন নাজমুল হোসেন শান্ত।

বিজ্ঞাপন

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৬ উইকেটে ২৮৫ রানে ইনিংস ঘোষণা করার পর শ্রীলঙ্কা মাত্র ৩২ ওভার খেলার সুযোগ পায়। বৃষ্টির কারণে মাঝে বেশ কিছু সময় খেলা বন্ধ থাকায়, বোলিং করার জন্য বেশি সময় পায়নি টাইগাররা। 

আরও পড়ুন

অধিনায়ক শান্ত বলেন, হঠাৎ বৃষ্টির কারণে আমরা পরিকল্পনায় পরিবর্তন আনতে বাধ্য হই। আমরা আগেই ইনিংস ঘোষণা করতাম কিন্তু হঠাৎ বৃষ্টি চলে আসে। তাই হঠাৎ করেই পরিকল্পনাও বদলে গেছে। সময় কম থাকায় আমরা সেসব নিয়ন্ত্রণ করতে পারিনি।

গলে আগে ব্যাট করতে নেমে ৪৯৫ রান করেছিল বাংলাদেশ। এরপর নিজেদের প্রথম ইনিংসে ৪৮৫ রান তুলতে পারে শ্রীলঙ্কা। এতে ১০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে টাইগাররা। ৬ উইকেটে ২৮৫ রান করে বাংলাদেশ ইনিংস ঘোষণা করলে ২৯৬ রানের লক্ষ্য পায় লঙ্কানরা।

বিজ্ঞাপন

জবাব দিতে নেমে পঞ্চম দিনের শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ৭২ রান তুলতে পেরেছে স্বাগতিকরা। এতে পয়েন্ট ভাগাভাগি করে মাঠে ছাড়ে দুই দল।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |