দিনাজপুর বোচাগঞ্জ সীমান্তে দিয়ে ৪ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।
সোমবার (২৩ জুন) ভোরে আটককৃতদের বোচাগঞ্জ সীমান্ত দিয়ে পুশইন করে বিএসএফ।
আটককৃতরা হলেন- মেহেরপুরের ফয়জুল হকের ছেলে জোবায়ের, বোচাগঞ্জ উপজেলার নারায়ণ চন্দ্রের ছেলে অতীন চন্দ্র রায়, বিরল উপজেলার মোনাই চন্দ্র রায়ের ছেলে দীপক চন্দ্র রায়, পীরগঞ্জ উপজেলার সাইদুর রহমানের ছেলে তরিকুল ইসলাম।
আটককৃতরা জানায়, তারা ৪ মাস আগে দালালদের মাধ্যমে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। সেখানে বিভিন্ন পেশায় তারা কর্মরত ছিলেন। আটককৃতদের আজ বোচাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, বিজিবি ৪২ ব্যাটালিয়ন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৫ নম্বর ছাতইল ইউনিয়নে চালান দিঘীপাড়া নামক সীমান্ত এলাকায় বিজিবি টহল দল ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ৪ জনকে আটক করে। সোমবার ভোরে বিজিবির অধীনস্থ পরমেশ্বরপুর বিওবি সীমান্ত পিলার ৩৩১/৮- এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে বিজিবির টহল দল তাদের আটক করে।
বিজিবি জানায়, আটককৃতদের আত্মীয় স্বজনদের মাধ্যমে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র এবং জন্মনিবন্ধন সনদ যাচাই বাছাই করে তারা যে বাংলাদেশি নাগরিক সেই তথ্য নিশ্চিত হওয়া গেছে। আটককৃতদের বোচাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
আরটিভি/এমকে/এআর