ঢাকাশুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

ঘন কুয়াশার কারণে ফ্লাইট বাতিল, কলকাতা বিমানবন্দরে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫ , ০২:১৮ পিএম


loading/img
ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে নির্ধারিত সময়ের মাত্র পাঁচ মিনিট আগে দুটি ফ্লাইট বাতিল হয়েছে কলকাতা বিমানবন্দরে। শেষ মুহূর্তে ফ্লাইট বাতিলকে কেন্দ্র করে তুমুল হট্টগোলের সৃষ্টি হয় যাত্রীদের মধ্যে। পরে বিমান সংস্থার কর্মীদের ঘেরাও করে বিক্ষোভ করেন তারা।

বিজ্ঞাপন

শুক্রবার (২৪ জানুয়ারি) স্পাইসজেটের বাগডোগরা ও দিল্লিগামী দুটি ফ্লাইট বাতিলকে কেন্দ্র করে ঘটে এ ঘটনা। 

জানা যায়, কলকাতা বিমানবন্দর থেকে ভোর ৫টা বাজে ছেড়ে যাওয়ার কথা ছিল বাগডোগরা ও দিল্লিগামী ফ্লাইট দুটি। সে অনুযায়ী সকালে যাত্রীদের বোর্ডিং পাস ইস্যু করে দেওয়া হয়। কিন্তু, দিল্লি বিমানবন্দরে ঘন কুয়াশার কারণ দেখিয়ে বিমান ওড়ার নির্ধারিত সময়ের ঠিক পাঁচ মিনিট আগে যাত্রীদের জানানো হয় তাদের বিমান আজ উড়বে না। এ ঘোষণা শুনতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন যাত্রীরা। বিকল্প বিমানের ব্যবস্থা না করেই ফ্লাইট বাতিল করায় কর্মীদের ঘেরাও করে বিক্ষোভ করেন তারা।

বিজ্ঞাপন

যাত্রীদের প্রশ্ন, বিমান উড্ডয়ন যেহেতু সম্ভব না, তাহলে কেন বোডিং পাস ইস্যু করা হলো এবং বিমান উড়বে না, তা আগে থেকে কেন এসএমএস করে জানানো হলো না।

এ নিয়ে স্পাইসজেট বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ঘন কুয়াশার কারণে বাগডোগরাগামী বিমান দমদম বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। আর দিল্লি বিমানবন্দরে কুয়াশার কারণে বিমান অবতরণ করতে পারছে না, তাই ফ্লাইট বাতিল করা হয়েছে।

আরটিভি/এসএইচএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |