• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

ঘন কুয়াশার কারণে ফ্লাইট বাতিল, কলকাতা বিমানবন্দরে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৪ জানুয়ারি ২০২৫, ১৪:১৮
ঘন কুয়াশার কারণে ফ্লাইট বাতিল, কলকাতা বিমানবন্দরে বিক্ষোভ
ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে নির্ধারিত সময়ের মাত্র পাঁচ মিনিট আগে দুটি ফ্লাইট বাতিল হয়েছে কলকাতা বিমানবন্দরে। শেষ মুহূর্তে ফ্লাইট বাতিলকে কেন্দ্র করে তুমুল হট্টগোলের সৃষ্টি হয় যাত্রীদের মধ্যে। পরে বিমান সংস্থার কর্মীদের ঘেরাও করে বিক্ষোভ করেন তারা।

শুক্রবার (২৪ জানুয়ারি) স্পাইসজেটের বাগডোগরা ও দিল্লিগামী দুটি ফ্লাইট বাতিলকে কেন্দ্র করে ঘটে এ ঘটনা।

জানা যায়, কলকাতা বিমানবন্দর থেকে ভোর ৫টা বাজে ছেড়ে যাওয়ার কথা ছিল বাগডোগরা ও দিল্লিগামী ফ্লাইট দুটি। সে অনুযায়ী সকালে যাত্রীদের বোর্ডিং পাস ইস্যু করে দেওয়া হয়। কিন্তু, দিল্লি বিমানবন্দরে ঘন কুয়াশার কারণ দেখিয়ে বিমান ওড়ার নির্ধারিত সময়ের ঠিক পাঁচ মিনিট আগে যাত্রীদের জানানো হয় তাদের বিমান আজ উড়বে না। এ ঘোষণা শুনতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন যাত্রীরা। বিকল্প বিমানের ব্যবস্থা না করেই ফ্লাইট বাতিল করায় কর্মীদের ঘেরাও করে বিক্ষোভ করেন তারা।

যাত্রীদের প্রশ্ন, বিমান উড্ডয়ন যেহেতু সম্ভব না, তাহলে কেন বোডিং পাস ইস্যু করা হলো এবং বিমান উড়বে না, তা আগে থেকে কেন এসএমএস করে জানানো হলো না।

এ নিয়ে স্পাইসজেট বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ঘন কুয়াশার কারণে বাগডোগরাগামী বিমান দমদম বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। আর দিল্লি বিমানবন্দরে কুয়াশার কারণে বিমান অবতরণ করতে পারছে না, তাই ফ্লাইট বাতিল করা হয়েছে।

আরটিভি/এসএইচএম/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৩ দুর্ঘটনা, আহত ৬ 
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
তাপমাত্রা ও কুয়াশা নিয়ে আবহাওয়ার নতুন বার্তা
কক্সবাজারে বেনজীরের ক্যাশিয়ার খ্যাত জসিমের বিচারের দাবিতে বিক্ষোভ