ডব্লিউএইচও থেকে কবে বেরিয়ে যাবে যুক্তরাষ্ট্র, জানাল জাতিসংঘ 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫ , ০৩:৪৮ পিএম


ডব্লিউএইচও থেকে কবে বেরিয়ে যাবে যুক্তরাষ্ট্র, জানাল জাতিসংঘ 
ফাইল ছবি

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (ডব্লিউএইচও) আর মাত্র এক বছর থাকছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের এ সংস্থাটি থেকে আগামী ২০২৬ সালের জানুয়ারি মাসেই আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাচ্ছে দেশটি। চলতি সপ্তাহে নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। খবর আলজাজিরার। 

বিজ্ঞাপন

গত সোমবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। এরপর শতাধিক নির্বাহী আদেশে সই করেন তিনি। এর মধ্যে ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়া সংক্রান্ত আদেশও রয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জাতিসংঘের উপ-মুখপাত্র ফারহান হক জানিয়েছেন, ট্রাম্প তার প্রথম কর্মদিবসেই ঘোষণা করেছিলেন যে যুক্তরাষ্ট্র ডব্লিউএইচও থেকে বেরিয়ে যাবে এবং ভবিষ্যতে সংস্থাটিতে অর্থায়ন বন্ধ করে দেবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমি নিশ্চিত করছি যে আমরা ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের চিঠি পেয়েছি। চিঠির তারিখ ২২ জানুয়ারি ২০২৫, যা ঠিক এক বছর পর ২০২৬ সালের ২২ জানুয়ারি থেকে কার্যকর হবে।

দীর্ঘদিন ধরেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার তীব্র সমালোচনা করে আসছেন ট্রাম্প। এর আগে, ২০২০ সালের জুলাইয়ে ট্রাম্পের প্রথম প্রশাসন আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে এনেছিল। ওই সময় বিশ্বজুড়ে করোনা মহামারি ছড়িয়ে পড়েছিল।

যুক্তরাষ্ট্রের এই প্রস্থান বিশ্ব স্বাস্থ্য সংস্থার জন্য একটি বড় আর্থিক ক্ষতি হিসেবে দেখা হচ্ছে। কারণ দেশটি সংস্থাটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থায়নকারী। ২০২৪-২০২৫ সালে ডব্লিউএইচও-এর মোট বাজেটের প্রায় ১৮ শতাংশ, যা প্রায় ২৬১ মিলিয়ন মার্কিন ডলার, যুক্তরাষ্ট্রের অনুদান থেকে এসেছে। দ্বিতীয় বৃহত্তম অনুদানদাতা চীন। দেশটি ১৮১ মিলিয়ন মার্কিন ডলার দিয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission