ট্রাম্প প্রেসিডেন্ট থাকলে ‘ইউক্রেন সংকট’ এড়ানো যেত: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫ , ০৮:১৮ এএম


ট্রাম্প প্রেসিডেন্ট থাকলে ‘ইউক্রেন সংকট’ এড়ানো যেত: পুতিন
ছবি : সংগৃহীত

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে অভিযান চালানোর আদেশের বিষয়ে ইঙ্গিত করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আমি (ট্রাম্পের) সঙ্গে একমত যে ২০২০ সালে যদি তার বিজয় ছিনিয়ে নেওয়া না হতো তাহলে ২০২২ সালে ইউক্রেনে যে সংকট দেখা দিয়েছিল তা হয়তো হতো না। 

বিজ্ঞাপন

গত শুক্রবার রাশিয়ার একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন এসব কথা বলেন। এর আগে ট্রাম্পও দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন, তিনি ক্ষমতায় থাকলে ইউক্রেন যুদ্ধ হতো না। বিষয়টি নিয়ে শুক্রবার প্রথমবারের মতো ট্রাম্পের সুরে কথা বললেন পুতিন।

সাক্ষাৎকারে ভ্লাদিমির পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের সঙ্গে এই সংকট নিয়ে আলোচনা করতে প্রস্তুত তিনি। 

বিজ্ঞাপন

দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে ট্রাম্প বলছিলেন, তিনি এক দিনেই ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারবেন। কিন্তু প্রেসিডেন্ট হওয়ার পর এ সমস্যা সমাধানে তার ইউক্রেন ও রাশিয়াবিষয়ক বিশেষ দূত কেইথ কেলোগকে ১০০ দিন সময় দিয়েছেন। তবে ইউক্রেনে কীভাবে শান্তি ফেরানো যায় তা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানায়নি। 

তবে চলতি সপ্তাহে ট্রাম্প বলেছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাকে জানিয়েছেন তিনি যুদ্ধ বন্ধ করতে একটি চুক্তি চান। এ জন্য পুতিনকেও একটি সমাধান খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন তিনি।

গত বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে আবারও কথা বলেন। তিনি বলেন, আমি মনে করি, রাশিয়ার উচিত একটি চুক্তি করা। হয় তো তারাও একটি চুক্তি করতে চায়। আমি যা শুনেছি, তা থেকে মনে হয় পুতিন আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাইবেন। যত দ্রুত সম্ভব আমরা বৈঠক করব। 

বিজ্ঞাপন

অন্যদিকে, ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও আগ্রহী বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, রাশিয়া যেকোনো সময় বৈঠকের জন্য প্রস্তুত। এ বিষয়ে আলাপ–আলোচনার প্রয়োজন আছে, আমরা সবসময় এ কথা বলে আসছি। আমি এ বিষয়ে আবারও জোর দিয়ে বলছি যে আমরা ইউক্রেন নিয়ে আলোচনা করতে প্রস্তুত। 

আরটিভি/কেএইচ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission