ভারতের বিরুদ্ধে এখনও অনড় পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

রোববার, ১৮ মে ২০২৫ , ০৫:০৭ পিএম


ভারতের বিরুদ্ধে এখনও অনড় পাকিস্তান
ফাইল ছবি

পেহেলগাম ইস্যুকে কেন্দ্র করে হামলা-পাল্টা হামলার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় গত ১০ মে যুদ্ধবিরতে সম্মত হয় ভারত-পাকিস্তান। পরবর্তীতে দুই পক্ষই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করলেও বড় ধরনের কোনোর সংঘাতে জড়ায়নি। এ অবস্থায় ভারতের জন্য আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত আরও এক মাস বাড়াতে যাচ্ছে পাকিস্তান।

বিজ্ঞাপন

দ্য নিউজের বরাত দিয়ে রোববার (১৮ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

এতে বলা হয়, ভারতের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ আরও এক মাস বাড়াচ্ছে পাকিস্তান, যা আগামী সপ্তাহ থেকে কার্যকর হতে যাচ্ছে। এর ফলে ভারত বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

বিজ্ঞাপন

এর আগে, পেহেলগাম ইস্যুকে কেন্দ্র করে ২৩ এপ্রিল একতরফাভাবে পাকিস্তানের জন্য আকাশসীমা এক মাসের জন্য বন্ধ করে দেয় ভারত। পাল্টা প্রতিক্রিয়ায় ২৪ এপ্রিল থেকে পাকিস্তানও ভারতের জন্য তার আকাশপথ বন্ধ করে দেয়।

পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে প্রতিদিন প্রায় ২০০ থেকে ৩০০ ভারতীয় বিমান ইউরোপ, মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকার দিকে যাতায়াত করে।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের মৃত্যু হয়। এ ঘটনায় শুরু থেকেই পাকিস্তানকে দোষারোপ করে ভারত। এ নিয়ে টানা ১৯ দিনের পাল্টাপাল্টি হুমকি-ধমকি শেষপর্যন্ত সংঘাতে রূপ নেয়। গত ৬ মে মধ্যরাতে অপারেশন সিন্দুর নাম দিয়ে পাকিস্তানের আজাদ কাশ্মিরের অন্তত ৯টি স্থানে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এরপর ১০ মে ভোরে ফের পাকিস্তানের বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দিল্লি। এর জবাব দিতে ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’ শুরু করেছে পাকিস্তান। ভারতের ১১টি সামরিক স্থাপনায় হামলা চালায় ইসলামাবাদ। ব্যবহার করা হয় ফাতাহ-১ ক্ষেপণাস্ত্র। 

বিজ্ঞাপন

পারমাণবিক শক্তিধর দুই দেশের চরম উত্তেজনার মধ্যে ১০ বিকেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় পোস্টে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির সম্মতির কথা জানান।

বিজ্ঞাপন

আরটিভি/আরএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission