ইরানি হাজিদের পাশে দাঁড়াতে সৌদি বাদশাহর নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৪ জুন ২০২৫ , ১২:২৯ পিএম


ইরানি হাজিদের পাশে দাঁড়াতে সৌদি বাদশাহর নির্দেশ
ফাইল ছবি

বর্তমান সংকটময় পরিস্থিতিতে ইরান থেকে আসা হাজিদের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ জুন) সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সুপারিশে বাদশাহ সালমান ইরান থেকে আগত হাজিদের পূর্ণ সহায়তা ও সেবা নিশ্চিত করতে হজ ও ওমরাহ মন্ত্রণালয়কে নির্দেশ দেন।

বিজ্ঞাপন

নির্দেশনার আওতায় হাজিদের সমস্ত প্রয়োজন মেটানো হবে এবং তাদের নিরাপদে দেশে ফেরার পরিস্থিতি তৈরি না হওয়া পর্যন্ত সর্বাত্মক সেবা দেওয়া হবে।
 
গত ১২ জুন দিনগত রাত হঠাৎ ইরানে হামলা শুরু করে ইসরায়েল। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এই অভিযানে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় হামলা চালায় ইহুদিবাদী সেনারা।

হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান কমান্ডার হোসেইন সালামি, খাতাম আল-আনবিয়া সদরদপ্তরের কমান্ডার ও বিপ্লবী রক্ষীবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর জেনারেল গোলাম আলি রশিদ ও ৬ জন পরমাণু বিজ্ঞানীসহ অন্তত ৭৮ জনের মৃত্যু হয়েছে। হামলা এখনও অব্যাহত রেখেছে ইসরায়েল।

ইসরায়েলের হামলার পর পাল্টা প্রতিশোধ হিসেবে শুক্রবার রাতে ‘অপারেশন ট্রু প্রমিস-৩ নামে’ অভিযান শুরু করে ইরান। মিসাইল হামলা শুরু হতেই নিজের নিরাপত্তা বাহিনীর প্রধান ও উচ্চপদস্থ মন্ত্রীদের সঙ্গে নিয়ে মাটির নিচে বাংকারে আশ্রয় নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বিজ্ঞাপন

আরটিভি/আরএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission