ঢাকাসোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

ইরানের পাশে দাঁড়াল দক্ষিণ আমেরিকার এক দেশ 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৪ জুন ২০২৫ , ০২:৫৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ইরানে ইসরায়েলি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এ অবস্থায় সৌদি আরব ও তুরস্কসহ মুসলিম বিশ্ব দেশটির পাশে দাঁড়িয়েছে। এবার ল্যাটিন আমেরিকার প্রভাবশালী দেশ ভেনেজুয়েলাও প্রকাশ্যে ইরানের পক্ষে অবস্থান নিয়েছে।

বিজ্ঞাপন

দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এক বিবৃতিতে ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন এবং এটিকে ‘নব্য নাৎসি ইহুদিবাদ’ বলে আখ্যায়িত করেছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ইরানে ইসরায়েলের বোমাবর্ষণের ঘটনায় নিন্দা জানিয়েছেন। একইসঙ্গে তিনি এ কাজকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদের সরাসরি লঙ্ঘন বলে অভিহিত করেন। 

বিজ্ঞাপন

তিনি বলেন, এটি একটি অপরাধমূলক সামরিক আগ্রাসন। বিশ্ববাসীকে এখনই এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

মাদুরো বিবৃতিতে বলেন, যুদ্ধকে না, ফ্যাসিবাদকে না, নব্য-নাৎসি ইহুদিবাদকে না বলুন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একবিংশ শতাব্দীর হিটলার। ফ্রান্স, জার্মানি, ব্রিটেন ও যুক্তরাষ্ট্র এ হিটলারকে সমর্থন করছে। সুতরাং তারাও অভিযুক্ত। 

বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ‘মহৎ ও শান্তিপ্রিয় ইরানি জনগণের বিরুদ্ধে’ অবস্থান নেওয়ার তার শাস্তিও দাবি করেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট।

বিজ্ঞাপন

এর আগে, শুক্রবার (১৩ জুন) সৌদি আরব ও তুরস্ক ইরানের ওপর ইসরায়েলি হামলার কঠোর ভাষায় নিন্দা জানায়। 

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ১২ জুন দিনগত রাত হঠাৎ ইরানে বিমান হামলা শুরু করে ইসরায়েল। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এই অভিযানে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় হামলা চালায় ইহুদিবাদী সেনারা।

হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান কমান্ডার হোসেইন সালামি, খাতাম আল-আনবিয়া সদরদপ্তরের কমান্ডার ও বিপ্লবী রক্ষীবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর জেনারেল গোলাম আলি রশিদ ও ৬ জন পরমাণু বিজ্ঞানীসহ অন্তত ৭৮ জনের মৃত্যু হয়েছে।

আরটিভি/আইএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |