ঢাকাবৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২

পারমাণবিক অস্ত্র প্রসঙ্গে মুখ খুললেন ইরানের প্রেসিডেন্ট

আরটিভি নিউজ

সোমবার, ১৬ জুন ২০২৫ , ০১:২৯ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত ও পারমাণবিক ইস্যুতে বক্তব্য দিয়েছেন সদ্য নির্বাচিত ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা ও আল জাজিরা জানিয়েছে, ইরানের পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি বলেন, শত্রুরা আমাদের দমন করতে পারবে না। প্রতিটি বীরের পতনের পর শত শত নতুন বীর উঠে আসবে, যারা নির্যাতন ও অবিচারের জবাব দেবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমরা আগ্রাসন করি না। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে। তবে ইরান পারমাণবিক অস্ত্র বানাতে চায় না।

আরও পড়ুন


 
পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ইরানের অধিকার রয়েছে শান্তিপূর্ণভাবে ইউরেনিয়াম সমৃদ্ধ করার এবং তা জ্বালানি উৎপাদনের জন্যই ব্যবহার করা হবে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, আমরা পারমাণবিক অস্ত্রের অনুসন্ধান করছি না। যদিও পশ্চিমারা বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়। আমাদেরও পারমাণবিক অস্ত্র তৈরির আগ্রহ নেই।

বিজ্ঞাপন

নতুন এই প্রেসিডেন্টের বক্তব্য ইঙ্গিত দিচ্ছে, কূটনৈতিক পথে এগিয়ে যেতে চান তিনি। তবে জাতীয় স্বার্থ ও সম্মান বজায় রেখেই।

বিজ্ঞাপন

আরও পড়ুন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |