ঢাকাThursday, 08 May 2025, 25 Boishakh 1432

জেল ভেঙে পালানোর চেষ্টাকালে নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ এপ্রিল ২০১৮ , ১১:২৬ এএম


loading/img

ব্রাজিলে জেল ভেঙে পালানোর সময় ২০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। উত্তর ব্রাজিলের পারা প্রদেশের রাজধানী বেলেম শহরে এই ঘটনা ঘটেছে। খবর বিবিসির।

বিজ্ঞাপন

জেলের বাইরে থেকে একটি সশস্ত্র গ্রুপ বিস্ফোরণ ঘটিয়ে কারাগারের একটি দেয়াল ভেঙে ফেলে। ওই গ্রুপটির কাছে অস্ত্রও ছিল বলে খবরে জানা গেছে।

ওই হামলায় একজন কারারক্ষী নিহত হয়েছেন। আর কারাবন্দী ও সশস্ত্র সাহায্যকারী দলটির ১৯ জন নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

পারা প্রদেশের নিরাপত্তা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সান্তা ইসাবেল কারা ভবনে ওই সংঘর্ষ যুদ্ধক্ষেত্রের মতো তীব্র ছিল।

--------------------------------------------------------
আরও পড়ুন : রোহিঙ্গা হত্যায় মিয়ানমারে সাত সেনার ১০ বছরের কারাদণ্ড
--------------------------------------------------------

ওই ঘটনায় আরও চারজন কারারক্ষী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

বিজ্ঞাপন

জেলের নিরাপত্তা কর্তৃপক্ষ জানান, তাদের সদস্যরা জেল ভাঙার ঘটনা টের পেয়ে কারাগারটি ভেতর ও বাইরে উভয় দিক থেকেই ঘিরে ফেলেছিল।

তবে জেল থেকে কোনো বন্দী পালিয়ে গেছে কিনা এখন সেটি জানার চেষ্টা করছে কর্তৃপক্ষ।

গেলো বছর ব্রাজিলের অ্যামাজন অঞ্চলে মানাউস শহরে এ ধরনের এক ঘটনায় ৫৬ জন নিহত হয়েছিল।

আরও পড়ুন :

এ/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |