ঢাকাবৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

বইয়ের ভুলত্রুটির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০১৭ , ০৬:৩৯ পিএম


loading/img

প্রাথমিক শ্রেণির বইগুলোতে ভুলত্রুটির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। জানালেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবারে  রাজধানীর খামারবাড়িতে সবজিমেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানিয়েছেন। এসময় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, ‘প্রাথমিক শ্রেণির বইগুলোতে যেসব ভুলত্রুটি ধরা পড়েছে, তা খুব দ্রুত সংশোধন করা হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃপক্ষকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।’

বিজ্ঞাপন

হেফাজতের মতাদর্শের কিছু ছাপ প্রাথমিকের বইয়ে পাওয়া যাচ্ছে-সাংবাদিকরা এমন প্রসঙ্গ উত্থাপন করলে মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘হেফাজতের চেতনায় নয়, মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাবে।’

শিক্ষার্থীদের বইয়ের সংখ্যা বেড়ে যাচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এটা ঠিক না। বইয়ের বোঝা বেশি বেসরকারি ও কিন্ডারগার্টেন স্কুলগুলোতে। আপনারাদের অভিযোগ সত্য হয়ে থাকলে সমাধান করা হবে।’

ওয়াই/এসজেড

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |