বিএনপি নেতারা নিজেদেরে অফিসে বসে একে অন্যকে সরকারের দালাল বলে। তাদের মুখে আন্দোলনের কথা মানায় না। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) জনসচেতনতামূলক কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
সড়কমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির উদ্যোগ পছন্দ না হলে আন্দোলনের ঘোষণা দিয়েছে বিএনপি। আওয়ামী লীগ সেটাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করবে।
সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির উদ্যোগ পছন্দ না হলে বিএনপি আন্দোলনে যাবে। দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের এ বক্তব্যেরও সমালোচনা করেন কাদের। বলেন, বিএনপির তো নিজেদেরই ওপর আস্থা নেই। একে অন্যকে সরকারের দালাল বলে। যাহোক, অনেকদিন তাদের আন্দোলন-সংগ্রামে দেখি না। মওদুদ সাহেবকেও দেখি না।
এইচটি/ডিএইচ