ঢাকাশুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

মঙ্গলবার শুরু হচ্ছে ট্রাম্পকে অভিশংসনের আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২০ , ০৯:১৬ এএম


loading/img
ছবি সংগৃহীত

মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন শুনানিতে অংশ নিতে জুরি হিসেবে শপথ নিয়েছেন ১০০ জন সিনেটর। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবাটর্স এই সিনেটেরদের শপথবাক্য পাঠ করান। যেখানে তারা ‘পক্ষপাতহীনভাবে রায় দেবেন’ বলে শপথ করেন।

বিজ্ঞাপন

আগামী সপ্তাহগুলোতে প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসিত করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত দেবেন মার্কিন সিনেটেররা। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ ট্রাম্পের বিরুদ্ধে যে অভিযোগ এনে তাকে ক্ষমতাচ্যুত করতে চাইছে সে বিষয়ে এখন সিনেটে শুনানি অনুষ্ঠিত হবে।

আগামী ২১ জানুয়ারি ওই বিচার প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। শপথবাক্য পাঠ করানোর সময় বিচারপতি রবার্টস সিনেটরদের কাছে জানতে চান, তারা সংবিধান ও আইন অনুযায়ী পক্ষপাতহীনভাবে রায় দেবেন কিনা?

বিজ্ঞাপন

এসময় আইনপ্রণেতারা জবাব দেন, তারা এমনটাই করবেন। এরপর রিপাবলিকান সিনেট নেতা মিচ ম্যাককোনেল বিচার পূর্ববর্তী কার্যক্রম স্থগিত করেন এবং জানান আগামী মঙ্গলবার (২১ জানুয়ারি) বিচার শুরু হবে।

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধার অভিযোগ এনে বিল পাস কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। তবে ট্রাম্প তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন এবং এগুলোকে ‘ভুয়া’ বলে বর্ণনা করেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |