• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

গত তিন দশকে ভারতের সামিরক ব্যয় বেড়েছে ২৫৯ শতাংশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ এপ্রিল ২০২০, ২১:০৮
গত তিন দশকে ভারতের সামিরক ব্যয় বেড়েছে ২৫৯ শতাংশ
ফাইল ছবি

বিশ্বে সামরিক ব্যয়ের দিক থেকে যুক্তরাষ্ট্র ও চীনের পরেই উঠে এসেছে ভারত। ২০১৯ সালে ভারত প্রতিরক্ষা খাতে ব্যয় করেছে ৭১ দশমিক ১ বিলিয়ন ডলার। যা তার আগের বছরের তুলনায় ৬ দশমিক ৮ শতাংশ বেশি।

স্টকহোম ভিত্তিক আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউট (এসআইপিআরআই) এর তথ্য নিয়ে আজ সোমবার (২৭ এপ্রিল) এ খবর প্রকাশ করেছে ভারতের গণমাধ্যম এনডিটিভি।

খবরে বলা হয়, ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে বিশ্বব্যাপী সব দেশের সম্মিলিতভাবে সামরিক ব্যয় বেড়েছে ৩.৬ শতাংশ। ২০১৯ সালে বিশ্বের মোট সামরিক ব্যয় ছিল এক হাজার ৯১৭ বিলিয়ন মার্কিন ডলার। যা ২০১৮ সালের বৈশ্বিক সামরিক ব্যয়ের তুলনায় ৩.৬ শতাংশ বেশি।

সামরিক খাতে ২০১৯ সালে শীর্ষ ব্যয়কারী পাঁচ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ভারত, রাশিয়া ও সৌদি আরব।

তবে এসআইপিআরআই এর পক্ষ থেকে বলা হয়েছে ২০২০ সালে নভেল করোনাভাইরাসের কারণে আগামী বছর হয়তো সামরিক ব্যয় কিছুটা কমে আসবে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, গত বছর সারাবিশ্বে সামরিক খাতে ব্যয় হয়েছে ১ হাজার ৯১৭ বিলিয়ন ডলার। গত তিন দশকের মধ্যে ২০১৯ সালেই বিশ্বব্যাপী সামরিক খাতে সবচেয়ে বেশি খরচ হয়েছে। আর ভারত এই তিন দশকে সামিরক ব্যয় বাড়িয়েছে ২৫৯ শতাংশ।

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিম্নকক্ষে বিল পাসে শেষ মুহূর্তে ‘শাটডাউন’ এড়ালো যুক্তরাষ্ট্র
বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ, খোঁজখবর নেবে যুক্তরাষ্ট্র
সৌদি আরবে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত
গুমকাণ্ডে শেখ হাসিনার সম্পৃক্ততার প্রশ্নে যা বলল যুক্তরাষ্ট্র