ঢাকারোববার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

লিটনের আসনে ৯ প্রতিদ্বন্দ্বী

আরটিভি অনলাইন রিপোর্ট, গাইবান্ধা

রোববার, ১৯ ফেব্রুয়ারি ২০১৭ , ০৯:৩৮ পিএম


loading/img

মঞ্জুরুল ইসলাম লিটনের আসনে উপ-নির্বাচনে লড়তে ৯ প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেন।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার শেষ দিন পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের গোলাম মোস্তফা আহমেদ, জাতীয় পার্টি (জাপা)’র ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, জেপি’র ওয়াহেদুজ্জামান সরকার বাদশা, জাসদ’র অ্যাডভোকেট মোহাম্মদ আলী প্রামাণিক, গণফ্রন্ট’র শরীফুল ইসলাম, কৃষক-শ্রমিক-জনতা লীগ’র বীর প্রতীক আব্দুল মজিদ, এনপিপি’র জিয়া জামান খাঁন, স্বতন্ত্র ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার ও নওশের আলী।

আসছে ২২ মার্চ এ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগেই মনোনয়নপত্র যাচাই, প্রতীক বরাদ্দ ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ঠিক করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন

গেলো ৩১ ডিসেম্বর সন্ধ্যায় দুর্বৃত্তদের গুলিতে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ গ্রামের মাস্টারপাড়ার বাড়িতে গুলিবিদ্ধ হন তিনি। এদিন সন্ধ্যা সাড়ে ৭টায় রংপুর মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লিটন। এতে আসনটি শূন্য  হয়।

কে/ জেএইচ

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |