আমেরিকা-মেক্সিকো দেয়াল তৈরি মার্চে

আরটিভি অনলাইন ডেস্ক

শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৭ , ১১:১০ এএম


আমেরিকা-মেক্সিকো দেয়াল তৈরি মার্চে

মেক্সিকো সীমান্তে দেয়াল তৈরির কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে। এরকম প্রতিশ্রুতিই দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ন্যাশনাল হারবারে রক্ষণশীলদের বার্ষিক সম্মেলন কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে এ প্রতিশ্রুতি দেন তিনি।

বিজ্ঞাপন

রক্ষণশীলদের উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, নির্ধারিত সময়ের আগেই এবং শিগগিরই মেক্সিকো সীমান্তে দেয়াল তৈরির কাজ শুরু করা হবে। আমেরিকা থেকে বাজে লোকদের দূরে রাখার ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী টিলারসন এবং অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান জন কেলির মেক্সিকো সফরের একদিন পরেই সীমান্তে দেয়াল নির্মাণের ইস্যুটি বাস্তবায়নের ব্যাপারে বক্তব্য দিলেন ট্রাম্প।

বিজ্ঞাপন

এর কয়েক ঘণ্টা পরেই দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা দপ্তর থেকে জানানো হয়, আসছে মার্চেই শুরু করা হবে মেক্সিকো সীমান্তে দেয়াল তৈরির কাজ। যদিও দেয়াল তোলার এ পদক্ষেপের বিরুদ্ধে মেক্সিকো শুরু থেকেই ক্ষোভ প্রকাশ করে আসছে।

আমেরিকায় অবৈধ অভিবাসীদের বড় অংশই মেক্সিকো থেকে এসেছে। ফলে অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেয়া হলে মেক্সিকোই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।

এফএস/ এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission