ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণে সংঘর্ষে নোম শেমেশ (২১) নামে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এ নিয়ে গাজায় স্থল অভিযানে ৪৩০ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
শনিবার (২১ জুন) ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যমটি জানিয়েছে, গাজা উপত্যকার দক্ষিণে সংঘর্ষে রোববার (১৫ জুন) সকাল ৯টায় এক সেনা নিহত হয়েছেন। নিহত সার্জেন্ট ফার্স্ট ক্লাস (রিজার্ভ) নোম শেমেশ জেরুজালেমের বাসিন্দা এবং কফির ব্রিগেডের শিমশন ব্যাটালিয়নের স্কোয়াড কমান্ডার ছিলেন।
সেনাবাহিনীর প্রাথমিক তদন্তে জানা গেছে, খানের ইউনিসে রকেট চালিত গ্রেনেড (আরপিজি) হামলায় তিনি নিহত হন। একই ঘটনায় আরেকজন সেনা আহত হয়েছেন। শেমেশের মৃত্যুর মধ্য দিয়ে গাজায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযান ও সীমান্তবর্তী এলাকায় সামরিক অভিযানে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৩০ জনে।
টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে জানায়, নিহতদের মধ্যে দুইজন পুলিশ কর্মকর্তা ও তিনজন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বেসামরিক ঠিকাদারও রয়েছেন। প্রায় এক সপ্তাহ আগে একই এলাকায় আরও চারজন আইডিএফ সেনা নিহত হয়েছিলেন।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস দক্ষিণ ইসরায়েলে আক্রমণ চালানোর পর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। সেই হামলায় প্রায় ১,২০০ জন নিহত হয় এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়েছিল। গাজায় শাসকগোষ্ঠীর হাতে এখনও ৫৩ জন জিম্মি রয়েছে- এর মধ্যে আইডিএফ নিশ্চিত করেছে যে অন্তত ৩৩ জন মারা গেছেন, ২০ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে এবং আরও তিনজনের অবস্থা নিয়ে গভীর শঙ্কা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শনিবার আইডিএফ জানায়, ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলা শুরু হওয়ার পর গাজা যুদ্ধকে এখন দ্বিতীয় অগ্রাধিকারের লড়াই হিসেবে ধরা হচ্ছে। ইসরায়েল এসব স্থাপনাকে অস্তিত্বের জন্য হুমকি বলে বর্ণনা করছে। এরই মধ্যে ইরান ইসরায়েলের মূলভূখণ্ডে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যাতে অন্তত ১০ জন নিহত এবং উত্তর ও মধ্যাঞ্চলে ২০০ জনের বেশি আহত হয়েছেন।
আরটিভি/কেএইচ/এআর