ফিলিস্তিনে লড়াই করছে ৪০ হাজারের বেশি যোদ্ধা  

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

রোববার, ০৬ জুলাই ২০২৫ , ০৭:৫৭ পিএম


ফিলিস্তিনে লড়াই করছে ৪০ হাজারের বেশি যোদ্ধা  
হামাস যোদ্ধা। সংগৃহীত ছবি

অবসরপ্রাপ্ত ইসরায়েলি মেজর জেনারেল ইয়েজহাক ব্রিক জানিয়েছেন, গাজায় এখনও ৪০ হাজারের বেশি হামাস যোদ্ধা ইসরায়েলের বিরুদ্ধে সক্রিয়ভাবে লড়াই চালিয়ে যাচ্ছে। যুদ্ধ শুরুর আগে হামাসের যে সামরিক শক্তি ছিল, দীর্ঘ লড়াইয়ের পর তারা এখন আবার সেই অবস্থানে ফিরে গেছে। 

বিজ্ঞাপন

ইসরায়েলি সংবাদমাধ্যম মারিভে প্রকাশিত এক বিশ্লেষণধর্মী নিবন্ধের বরাত দিয়ে রোববার (৬ জুলাই) আলজাজিরার এক প্রতিবেদন এসব কথা বলা হয়। 

ব্রিক লিখেছেন, বর্তমানে হামাসের যোদ্ধার সংখ্যা প্রায় ৪০ হাজারের কাছাকাছি, যা যুদ্ধ শুরু হওয়ার আগের তুলনায় প্রায় সমান। অনেক হামাস যোদ্ধা এখনো সুড়ঙ্গপথে অবস্থান করছে এবং সেখান থেকেই তারা গেরিলা কৌশলে হামলা চালাচ্ছে। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, হামাস কখনোই একটি প্রচলিত সেনাবাহিনী ছিল না, তাই তাদের ধ্বংস করা যায়নি। তারা গেরিলা যোদ্ধা ছিল, এখনো তাই রয়েছে। তাদের সামরিক সক্ষমতা পুরোপুরি ভেঙে পড়েছে- এমনটি ভাবা ভুল।

জেনারেল ব্রিকের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করছে, তারা হামাসকে প্রায় পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।  

তেল আবিবের শীর্ষ সামরিক কর্মকর্তার নতুন এই বক্তব্য ইসরায়েলের সরকারি অবস্থানের সঙ্গে সরাসরি বিরোধিতা করে, যেখানে হামাসকে দুর্বল করার প্রচার চালানো হচ্ছিল। 

বিজ্ঞাপন

এ নিয়ে বিশ্লেষকরা বলছেন, ব্রিকের এই মন্তব্য গাজা যুদ্ধের বাস্তব চিত্র এবং হামাসের পুনর্গঠিত সামরিক উপস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।

বিজ্ঞাপন

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission