ঢাকাবুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

ইরানে হামলা মানবতার বিরুদ্ধে অপরাধ: উত্তর কোরিয়া 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ , ০৬:০৮ এএম


loading/img
উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। প্রতীকী ছবি

ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আখ্যায়িত করে উত্তর কোরিয়া বলেছে, ইসরায়েলের এ ধরনের আচরণ ইরানের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন এবং মানবতার বিরুদ্ধে অপরাধ।  

বিজ্ঞাপন

বুধবার (১৮ জুন) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিসিএনএ-তে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসরায়েলের ইরানের ওপর হামলার কঠোর নিন্দা জানিয়ে এসব কথা বলেন।

মুখপাত্র বলেন, উত্তর কোরিয়া ইসরায়েলের সামরিক হামলার কারণে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং তা দৃঢ়ভাবে নিন্দা জানাচ্ছে। ইসরায়েল যে ইরানে বেসামরিক জনগণকে হত্যা করছে, সেটি মানবতার বিরুদ্ধে ক্ষমাযোগ্য অপরাধ।  

বিজ্ঞাপন

বিবৃতিতে উল্লেখ করা হয়, রাষ্ট্রপক্ষীয় জঙ্গি হামলার এই অবৈধ কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যের নতুন এক সর্বাত্মক যুদ্ধে পরিস্থিতি উত্তপ্ত করার ঝুঁকি সৃষ্টি করছে। 

আরও বলা হয়, বিশ্ব আজ যে গুরুতর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তা স্পষ্ট করে যে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তিগুলোর পৃষ্ঠপোষকতায় ইসরায়েল মধ্যপ্রাচ্যের জন্য ক্যান্সারের মতো এক সত্তা এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার প্রধান হুমকি। 

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ১৩ জুন ইরানের পারমাণবিক, সামরিক ও আবাসিক লক্ষ্যবস্তুর ওপর দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানীসহ বহু সাধারণ নাগরিক নিহত হয়েছেন। জবাবে ইসরায়েলের উপর প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এতে তেল শোধনাগার-বন্দরসহ দেশটির অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। এই পাল্টাপাল্টি হামলা এখন পর্যন্ত টানা ছয় দিন ধরে চলছে।

বিজ্ঞাপন

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |