• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo
ঘূর্ণিঝড় ফিনজালের তাণ্ডব, নিহত ১৮
এইচআইভি আক্রান্ত শতাধিক প্রবাসীকে দেশে ফেরত পাঠাল কুয়েত
এইচআইভিতে আক্রান্ত শতাধিক প্রবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর কথা জানিয়েছে কুয়েত। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত দেশটির বার্ষিক এইডস ও যৌন রোগবিষয়ক সম্মেলনে স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। সূত্র: গাল্ফ নিউজ কুয়েতের জনস্বাস্থ্যের পরিচালক ডা. ফাহদ আল গামলাস বলেন, ‘আমরা কুয়েতের নাগরিকদের মধ্যে ১৬৫ ও প্রবাসীদের মধ্যে ১০০ জনেরও বেশি মানুষের পরীক্ষা করেছি। প্রয়োজনীয় সব প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে।’ কুয়েতের জাতীয় এইডস প্রতিবেদন ২০২৩ বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ইউএনএআইডিএস-এর ৯০-৯০-৯০ লক্ষ্যমাত্রা অর্জন করেছে কুয়েত। যার মানে, এইচআইভিতে আক্রান্ত ৯০ শতাংশ মানুষকে শনাক্ত করা, তাদের অবস্থা সম্পর্কে সচেতন হওয়া এবং ৯০ শতাংশকে কার্যকর চিকিৎসা প্রদান করা। অনুষ্ঠানে এইডস মহামারি মোকাবিলায় আঞ্চলিক নেতা হিসেবে কুয়েতের অবস্থানের ওপর জোর দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. আহমেদ আল আওয়াধি। তিনি বলেছেন, ‘জাতীয় এইডস কৌশল ২০২৩-২০২৭-এর অংশ হিসেবে পরবর্তী মাইলফলক ২০২৫ সালের মধ্যে ৯৫-৯৫-৯৫ লক্ষ্যমাত্রায় পৌঁছানোই এখন আমাদের লক্ষ্য।’ এ সময় তিন আরও বলেন, স্বেচ্ছামূলক পরীক্ষা ও কাউন্সেলিং পরিষেবা প্রসারিত করছে কুয়েত। এইডস-এ আক্রান্তদের জীবনযাত্রার মান উন্নত করতে অত্যাধুনিক চিকিৎসা সেবাও প্রদান করছে দেশটি। আরটিভি/এআর
বিশ্বের ‘সর্ব বৃহৎ’ স্বর্ণের খনির সন্ধান পেল চীন
মিয়ানমারের জান্তা প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন
লেবাননে ইসরায়েলি বর্বরতায় নিহত আরও ৩১
হিজবুল্লাহর ৩ শতাধিক ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল ইসরায়েল, আহত ১১
প্রেসিডেন্টকে প্রকাশ্যে হত্যার হুমকি দিলেন ভাইস প্রেসিডেন্ট
ফিলিপাইনের প্রেসিডেন্টকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট সারা দুতার্তে। যদি তিনি কোনোদিন হত্যার শিকার হন তাহলে প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোসকে স্ত্রী-সন্তানসহ হত্যা করা হবে। সারা দুতার্তের দাবি, তাকে হত্যার ছক কষছেন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। এ কারণে তিনিও প্রেসিডেন্টকে হত্যার পরিকল্পনা সাজিয়ে রেখেছেন। ভাইস প্রেসিডেন্ট সারা দুতার্তে দেশটির প্রেসিডেন্ট ও প্রেসিডেন্টের স্ত্রী ছাড়াও প্রতিনিধি পরিষদের স্পিকারকে ‘হত্যার সরাসরি হুমকি’ দিয়েছেন। এমনকি হত্যা করার জন্য একজন ঘাতককে চুক্তিবদ্ধ করেছেন এবং এটি কোনো রসিকতা নয় বলেও হুঁশিয়ারি দেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, শনিবার (২৩ নভেম্বর) প্রকাশ্য সারা দুতার্তে বলেন, আমি একজনের সঙ্গে কথা বলেছি। আমি বলেছি, যদি আমাকে হত্যা করা হয় তাহলে বংবং মার্কোস, ফার্স্ট লেডি লিজা আরানেতা এবং স্পিকার মার্টিন রোমুয়ালদেজকে হত্যা করবে। এটি তামাশা নয়। কোনো রসিকতা নয়।   এ ঘটনায় দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে শক্তিশালী দুই রাজনৈতিক পরিবারের মধ্যে বিভেদ বৃদ্ধির নাটকীয় লক্ষণ ফুটে উঠেছে। প্রাক্তন রাষ্ট্রপতি রদ্রিগো দুতার্তের কন্যা সারা দুতার্তে দেশটির প্রেসিডেন্ট বংবং মার্কোস, স্ত্রী লিজা আরানেতা-মার্কোস এবং রাষ্ট্রপতির মিত্র এবং চাচাতো ভাই হাউস স্পিকার মার্টিন রোমুয়ালদেজের ব্যাপক সমালোচক। তাদের বিরুদ্ধে প্রতিনিয়ত দুর্নীতি, অযোগ্যতার অভিযোগ তোলেন। দুতার্তে পরিবার এবং এর ঘনিষ্ঠ সমর্থকদের রাজনৈতিকভাবে নিপীড়নের অভিযোগও অঢেল। সারা মার্কোসের হত্যা সংশ্লিষ্ট হুমকির বিষয়টি ফিলিপাইনের দণ্ডবিধির অধীনে অপরাধ হিসাবে গণ্য হতে পারে। এ জন্য হতে পারে জেল ও জরিমানা। এক সংবাদ সম্মেলনে ভাইস প্রেসিডেন্ট বেশ অশালীন ভাষায় বলেন, এই দেশ জাহান্নামে যাচ্ছে, কারণ আমরা এমন এক ব্যক্তির নেতৃত্বে পরিচালিত হচ্ছি, যিনি জানেন না কীভাবে প্রেসিডেন্ট হতে হয়। আর তিনি মিথ্যাবাদী। আমি বললাম (ঘাতককে), যতক্ষণ না তুমি তাদের ‘হত্যা’ করবে, ততক্ষণ থামবে না। তারপর সে ‌‌‘হ্যাঁ’ বললো। এদিকে, সারা দুতার্তের এমন হুমকির প্রেক্ষিতে প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশনস অফিস এক বিবৃতিতে জানিয়েছে, ভাইস প্রেসিডেন্টের বক্তব্যের ভিত্তিতে নির্বাহী সচিব ‘এই সক্রিয় হুমকিকে’ প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি কমান্ডের কাছে তাৎক্ষণিক যথাযথ পদক্ষেপের জন্য বলেছেন। প্রেসিডেন্টের জীবনের প্রতি যে কোনো হুমকিকে সবসময় গুরুত্বের সঙ্গে নিতে হবে।  তবে প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতির বিষয়ে মন্তব্যের অনুরোধে দুতার্তের কার্যালয় তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। এর আগে রোমুয়ালদেজ এবং মার্কোসের সাথে জোটবদ্ধ প্রতিনিধি পরিষদের সদস্যরা সারা দুতার্তের চিফ অফ স্টাফ জুলেইকা লোপেজকে আটক করা হয়। এরপর থেকে নতুন করে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তার বিরুদ্ধে বাজেটের সম্ভাব্য অপব্যবহার সংশ্লিষ্ট কংগ্রেসনাল তদন্তে বাধা দেয়ার অভিযোগ তোলা হয়েছিল। পরে লোপেজ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেও তাকে একটি মহিলা কারাগারে আটকে রাখার পরিকল্পনা করা হয়। এদিকে, রাজনৈতিক বিভাজনের মধ্যে সামরিক বাহিনীর প্রধান জেনারেল রোমিও ব্রাওনার আশ্বাস দিয়ে একটি বিবৃতি জারি করেছেন। এতে বলা হয়েছে, ‘ফিলিপাইনের ১৬০,০০০ সদস্যের সশস্ত্র বাহিনী আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং বেসামরিক কর্তৃত্বের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে’ নির্দলীয় থাকবে। তিনি বলেন, আমরা সবাইকে শান্ত হওয়ার ও সমাধানের আহ্বান জানাচ্ছি। যারা ফিলিপিনো হিসাবে আমাদের মধ্যে বিভাজনের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে একসাথে দাঁড়ানোর প্রয়োজনীয়তার কথা আমরা পুনর্ব্যক্ত করছি। অন্যদিকে, মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ভাইস প্রেসিডেন্টের এমন হুমকির পর প্রেসিডেন্টের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির এক্সিকিউটিভ সেক্রেটারি লুকাস বারসামিন। তিনি বলেন, এমন সক্রিয় হুমকির পর চৌকস প্রেসিডেন্ট গার্ডকে তাৎক্ষণিক যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রেসিডেন্টকে হত্যার হুমকি দেওয়ায় ভাইস-প্রেসিডেন্টের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়টি এখনো স্পষ্ট নয়। আরটিভি/কেএইচ
বন্ধুত্ব পাতিয়ে খাইয়ে দিতেন সায়ানাইড, ভয়ানক সেই সিরিয়াল কিলারের মৃত্যুদণ্ড 
নিজের সহজ-সরল মুখাবয়বকে কাজে লাগিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে অপরিচিত মানুষের সঙ্গে পাতাতেন বন্ধুত্ব। বিশ্বস্ততা অর্জনের পর তাদের খাবারের সঙ্গে মিশিয়ে দিতেন ভয়ঙ্কর বিষ সায়ানাইড। এভাবে একজন-দুজন নয়, অন্তত ১৪ জনকে নিজের শিকারে পরিণত করেছেন। এমনই ভয়ানক এক সিরিয়াল কিলারের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হয়ে গেল সম্প্রতি।    সারারাত রংসিউথাপর্ন নামে ওই নারী সিরিয়াল কিলারকে গত বুধবার (২০ নভেম্বর) মৃত্যুদণ্ডাদেশ শুনিয়েছেন থাইল্যান্ডের একটি আদালত। খবর বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মিষ্টি মিষ্টি কথা বলে বন্ধুত্ব গড়ে তোলার পর খাবারের সঙ্গে ভয়ঙ্কর বিষ সায়ানাইড মিশিয়ে হত্যা করতেন এই থাই নারী। এভাবে একে একে অন্তত ১৪ জনকে হত্যা করেছেন তিনি।  আদালতের নথি অনুযায়ী, ওই থাই নারী খাবারে সায়ানাইড মিশিয়ে সম্প্রতি তার বান্ধবী সিরিপর্ন খানওংকে হত্যা করেন। এরপর সম্পদ লুট করেন, যার আর্থিক মূল্য মাত্র ৪ হাজার ৪০০ মার্কিন ডলারের কিছু বেশি। এই হত্যাকাণ্ডের পরই জড়িত সন্দেহে গত বছর এপ্রিল মাসে গ্রেপ্তার হন সারারাত রংসিউথাপর্ন। তার সাবেক স্বামী আবার পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন। সারারাতের গ্রেপ্তারের পর জানা যায়, বিচ্ছেদের পরও সাবেক স্বামীর সঙ্গে তার যোগাযোগ ছিল এবং তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। এ ঘটনায় থাইল্যান্ডজুড়ে তোলপাড় শুরু হয়। বিশেষ করে সায়ানাইড বিষক্রিয়ায় মৃত্যুর বেশ কয়েকটি অমীমাংসিত মামলা নিয়ে নতুন করে তদন্ত শুরু হয়। পুলিশ আগে বলেছিল, সিসিটিভি ফুটেজে অচেতন হয়ে পড়া এবং মারা যাওয়ার আগে সিরিপর্নকে সারারাতের সঙ্গে দেখা গেছে। ময়নাতদন্তে  সিরিপর্নের শরীরে সায়ানাইডের উপস্থিতি পাওয়া যায়। এ ঘটনা নিয়ে তদন্ত করতে গিয়ে পুলিশ বেশ কয়েকটি হত্যার ঘটনার সঙ্গে মিল পান। এসব হত্যার ঘটনায়ও হত্যার শিকার ব্যক্তি সারারাতের সঙ্গে খাবার বা পানীয় খেয়েছিলেন। এরপর মারা গেছেন।   সারারাত গ্রেপ্তার হওয়ার পর একজন নারী পুলিশের কাছে আসেন এবং অভিযোগ করেন, কয়েক বছর আগে তাকেও বিষপ্রয়োগে হত্যার চেষ্টা করেছিলেন সারারাত। ২০২০ সালের ওই ঘটনায় তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। ভাগ্যক্রমে জীবন রক্ষা পেয়েছিল তার।  এদিকে ব্যাংককের আদালতে শুনানির সময় সারারাত সাক্ষ্য দেননি। আদালত তাকে মৃত্যুদণ্ড দেওয়া ছাড়াও তিনি যেসব জিনিস চুরি করেছেন, সেগুলোর ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দিয়েছেন। সারারাত তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং আপিল করার পরিকল্পনা করছেন। সারারাতের মৃত্যুদণ্ড ঘোষণা করার পর আদালতে সিরিপর্নের মা কিয়াচানাসিরি মেয়ের ছবির দিকে তাকিয়ে বলেন, ‘তুমি ন্যায়বিচার পেয়েছ। এই পৃথিবীতে আজও ন্যায়বিচার আছে।’ প্রসঙ্গত, সায়ানাইড শরীরে প্রবেশ করলে তা অক্সিজেন কোষকে প্রভাবিত করে। এর ফলে হার্ট অ্যাটাকের শিকার হন ওই ব্যক্তি। সায়ানাইডের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে আছে মাথা ঘোরা, শ্বাসকষ্ট এবং বমি হওয়া। এই বিষের ছোট্ট একটি ডোজও মানুষের মৃত্যু ডেকে আনতে পারে। আর পরিমাণ বেশি হলে মাত্র এক সেকেন্ডের মধ্যেই মৃত্যু ঘটাতে পারে। থাইল্যান্ডে বিষাক্ত এই পদার্থ ব্যাপকভাবে নিয়ন্ত্রিত। অনুমোদন ছাড়া কেউ এটি কাছে রাখলেই তার দুই বছরের জেল হতে পারে। আরটিভি/এসএইচএম
ইসরায়েলি হামলায় লেবাননে নিহত আরও ৫৯ 
ইসরায়েলি বিমান হামলায় লেবাননের বিভিন্ন এলাকায় একদিনে নিহত হয়েছেন ৫৯ জন। আহত হয়েছেন আরও ১১২ জন।  শুক্রবার (২২ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আনাদোলু এজেন্সির। বিবৃতিতে আরও বলা হয়েছে, সর্বশেষ এই হতাহতের ঘটনার পর ইসরায়েলি বাহিনীর হামলায় গত এক বছরে লেবাননে মোট নিহতের সংখ্যা ৩ হাজার ৬৪২ জন এবং আহতের সংখ্যা ১৫ হাজার ৩৫৬ জনে পৌঁছেছে। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তের অপর পারে লেবাননের দক্ষিণাঞ্চল। সেখানেই দক্ষিণাঞ্চলেই হিজবুল্লাহর প্রধান ঘাঁটি। গোষ্ঠীটির অধিকাংশ গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার অবস্থানও ওই অঞ্চলে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রায় এক বছর ধরে সীমান্তে সংঘাত চলার পর গত ২০ সেপ্টেম্বর থেকে লেবাননে অভিযান শুরু করে ইসরায়েলের বিমানবাহিনী। সেই অভিযান শুরুর ১০ দিনের মধ্যে নিহত হন হিজবুল্লাহর প্রধান নেতা ও সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহসহ বেশ কয়েক জন শীর্ষ কমান্ডার। এতে গোষ্ঠীটির চেইন অব কমান্ডের সর্বোচ্চ স্তর প্রায় ভেঙে পড়ে। আরটিভি/এআর
সিরিয়ায় তুরস্কের হামলা, পানি বঞ্চিত ১০ লাখ মানুষ 
সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে তুরস্ক। এতে সেখানকার বিদ্যুৎ ও পানি সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিপাকে পড়েছে ১০ লাখেরও বেশি মানুষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত ১০০টিরও বেশি হামলা চালিয়েছে তুরস্ক। তাদের তেলক্ষেত্র, গ্যাস স্থাপনা ও বিদ্যুৎ স্টেশন ছিল লক্ষ্যবস্তু। মূলত কুর্দি অধ্যুষিত এলাকাতেই তারা হামলা চালিয়েছে।  এই হামলায় সেখানে মানবিক সংকট তৈরি হয়েছে। বছরের পর বছর গৃহযুদ্ধে জর্জরিত সিরিয়ানদের দুর্দশা আরও বেড়েছে। জলবায়ু পরিবর্তন ও অভ্যস্তরীণ সহিংসতায় সেখানে তীব্র খরা দেখা দিয়েছে। বিবিসি জানায়, সেখানে আগে থেকেই পানির স্বল্পতা ছিল। এর ওপর গত বছর অক্টোবরে বিদ্যুৎ স্থাপনায় হামলার কারণে তা বন্ধ হয়ে যায় ও পানি উত্তোলন থেমে যায়।  তুরস্ক জানিয়েছে, তারা শুধু কুর্দি সশস্ত্র বাহিনীর আয়ের সক্ষমতা ধ্বংস করতে এই হামলা চালিয়েছে।  আরটিভি/এআর
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হিজবুল্লাহ
লেবানন সরকার ও দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে। তবে তা এখনও চূড়ান্ত হয়নি।  লেবাননের এক শীর্ষ কর্মকর্তা সোমবার (১৮ নভেম্বর) এ কথা জানিয়েছেন।  বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বৈশ্বিক অবকাঠামো ও জ্বালানি নিরাপত্তাবিষয়ক বিশেষ দূত আমোস জে. হোচস্টেইন যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করার জন্য  বৈরুতে আসবেন বলে আশা করা হচ্ছে।   ইসরায়েলের সঙ্গে লেবানন ও হিজবুল্লাহর যুদ্ধবিরতি চুক্তির আলাপের বিষয়ে অবগত এক কূটনীতিক বলেছেন, চুক্তির বিস্তারিত এখনো চূড়ান্ত হয়নি। তবে এখন পর্যন্ত যতটা হয়েছে, তাতেও চূড়ান্ত চুক্তি হতে পারে।   যুদ্ধবিরতির আলোচনার মধ্যে লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সোমবার রাজধানী বৈরুতের মধ্যাঞ্চলে দেশটির প্রশাসনিক এলাকার কাছে একটি ঘনবসতিপূর্ণ এলাকায় বেশ কয়েকটি বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে কয়েকজন প্রাণ হারান। আহত হন অনেকে। এছাড়া দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের গুলিতে মারা গেছেন আরও ৮ জন।   লেবাননে যুদ্ধবিরতি চুক্তি হলেও হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।   সোমবার তিনি তেল আবিবের পার্লামেন্টে বলেন, দেশটির উত্তরাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র গোষ্ঠীটির বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যাবেন তার সেনারা।   এদিকে ইসরায়েলে পাল্টা হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটি সোমবার লেবানন থেকে ইসরায়েলে প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে দেশটির উত্তরাঞ্চলে কয়েকজন হতাহত হন।   আরটিভি/এআর
রিপোর্টের প্রতিবেদন / রাশিয়ার গভীরে মার্কিন রকেট হামলার অনুমতি ইউক্রেনকে
ইউক্রেন এবার মার্কিন দূরপাল্লার রকেট দিয়ে রাশিয়ার ভিতরে আক্রমণের অনুমতি পেয়েছে। এই দূরপাল্লার রকেট যখন ইউক্রেনের হাতে তুলে দেয় আমেরিকা, তখন শর্ত ছিল যুদ্ধক্ষেত্রে তা ব্যবহার করতে হবে। রাশিয়ার ভিতরে এই রকেট ব্যবহার করা যাবে না। কিন্তু সূত্রকে উদ্ধৃত করে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, যুক্তরাষ্ট্র এখন রাশিয়ার ভিতরে এই রকেট হামলার অনুমতি দিয়েছে। রাশিয়ার সাংসদ মারিয়া বুটিনা বলেছেন, এর ফলে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়ছে। তবে হোয়াইট হাউস এখনো বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি। সূত্র জানিয়েছে, এই এটিএসিএমএস রকেট ৩০৬ কিলোমিটার পর্যন্ত দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। জানুয়ারিতেই ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন। তার আগে এই খবর সামনে এসেছে। তিনি আগে দাবি করেছিলেন, দায়িত্ব নেয়ার আগেই তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দেবেন। রাশিয়া জানিয়েছে, আমেরিকার রকেট যদি তাদের দেশের ভিতরে গিয়ে আঘাত করে, তাহলে যুদ্ধের তীব্রতা অনেকটাই বেড়ে যাবে। তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়ছে রাশিয়ার পার্লামেন্ট সদস্য মারিয়া বুটিনা সোমবার বলেছেন, জো বাইডেন প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়ছে। বার্তাসংস্থা রয়টার্সকে তিনি বলেছেন, বাইডেন প্রশাসন উত্তেজনা সবচেয়ে বেশি বাড়াবার ব্যবস্থা করছে। তারা যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন এই উত্তেজনা বাড়াবার চেষ্টা করে যাবে। বুটিনা জানিয়েছেন, আমি আশা করি, ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্ত বদল করবেন। কারণ, এই সিদ্ধান্ত নেয়া হলে পরিস্থিতি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোবে, যার ফলে কারুরই লাভ হবে না। রাশিয়ার সেনা ইউক্রেনের উত্তরপশ্চিমের শহর কুপিয়ানস্ক আবার দখল করতে চাইছে বলে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার সেনা কুপিয়ানস্কে ঢোকার চেষ্টা করছে বলে রিপোর্টে বলা হয়েছে। ইউক্রেন জানিয়েছে, চারবার রাশিয়ার সেনা এই শহরে ঢোকার চেষ্টা করেছিল। যুক্তরাষ্ট্রের রিপোর্ট অনুসারে, রাশিয়ার সেনা কুপিয়ানস্কের দক্ষিণে ওসকিল নদী পর্যন্ত পৌঁছে গেছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়া এই শহরটি দখল করে। পরে ইউক্রেনের সেনা আবার তা দখল করে নেয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গত শুক্রবার ফোনে কথা বলেছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস। চ্যান্সেলর দাবি করেছেন, ইউক্রেন নিয়ে পুতিনের মনোভাবে কোনো পরিবর্তন হয়নি। ব্রাজিলে জি২০ শীর্ষবৈঠকে যোগ দিতে গিয়ে শলৎস সাংবাদিকদের জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে তার বিস্তারিত কথা হয়েছে। কিন্তু তার মতের পরিবর্তন হয়নি। তিনি বলেছেন, এই যুদ্ধ তখনই বন্ধ হতে পারে, যখন রাশিয়ার প্রেসিডেন্ট তার সাম্রাজ্যবাদী উচ্চাশা থেকে সরে আসবেন। শলৎস জানিয়েছেন, ইউক্রেনের প্রতি পশ্চিমা দেশের সমর্থন এবার কমে যাবে এই ভুল ধারণা ভাঙানো দরকার ছিল। ডোনাল্ড ট্রাম্প আবার মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নিচ্ছেন। এই সময় ট্রাম্পের পাশাপাশি পুতিনের সঙ্গেও কথা বলা দরকার। পোল্যান্ডের প্রেসিডেন্ট ডোনাল্ড টুস্ক বলেছেন, দুই বছরের মধ্যে প্রথমবার পুতিনের সঙ্গে ফোনে কথা বললেন শলৎস। তারপরেই ইউক্রেনে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা করলো রাশিয়া। বোঝা যাচ্ছে, ইউক্রেনের সমর্থনের বিকল্প টেলিফোন-কূটনীতি হতে পারে না। তার মতে আগামী কয়েক সপ্তাহ শুধু যুদ্ধের ক্ষেত্রে নয়, ভবিষ্যতের জন্যও খুব গুরুত্বপূর্ণ। আরটিভি/এএইচ