ঢাকাSaturday, 05 April 2025, 22 Choitro 1431

‘ভারতের শীর্ষস্থান দখল করবে বাংলা’

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৭ মার্চ ২০২১ , ০৯:২০ পিএম


loading/img
‘ভারতের শীর্ষস্থান দখল করবে বাংলা’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বাংলায় দমনপীড়ন চালিয়েছিল ব্রিটিশরা। এখন আর কেউ বাংলার অধিকার ছিনিয়ে নিতে পারবে না। বাংলাকে সোনার বাংলা গড়তে হবে। আগামী ৫ বছরের মধ্যে বাংলার ভিত ২৫ বছর এগিয়ে যাবে। ২০৪৭ সালে স্বাধীনতার ১০০ বছর পূর্তিতে ভারতের মধ্যে শীর্ষস্থান দখল করবে বাংলা।

বিজ্ঞাপন

রোববার (০৭ মার্চ) কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গবাসীকে এমন প্রতিশ্রুতি দেন মোদি।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে মোদি বলেন, বাংলার জনগণ দিদির ওপর ভরসা করেছিলেন কিন্তু দিদি জনগণের সেই বিশ্বাস ভেঙে দিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ভারতের স্বাধীনতার লড়াইকে ভিত্তি গড়ে তুলেছিল কংগ্রেস। কিন্তু কংগ্রেস ভারতের ক্ষমতায় এসে রাজনীতির খেলা শুরু করে। এতে মানুষের জীবন-মানের উন্নয়ন পিছিয়ে যায়। এই কংগ্রেসীদের ঠেকাতে বামপন্থিরা বলেছিলেন, কংগ্রেসের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। আজ সেই কালো হাত ধরে বামরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

মোদি বলেন, পশ্চিমবঙ্গে দুর্নীতি, তোলাবাজি, সিন্ডিকেট, বেকারত্ব আর নয়। বিজেপি বাংলায় সব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |