ভারতের মধ্যপ্রদেশে আবর্জনার স্তূপে দেশটির জাতীয় পতাকা পোড়ানোর ঘটনা ঘটেছে। রাজ্যটির রাজধানী ভোপালে ঘটেছে অসম্মানজনক এ ঘটনা। এরই মধ্যে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিষয়টি নজরে আসতেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে শনিবার (৫ জুলাই) রাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
এই ঘটনার জেরে কংগ্রেস এবং বিজেপি উভয় দলই ক্ষোভ প্রকাশ করেছে। কংগ্রেস মুখপাত্র বিবেক ত্রিপাঠীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এবং বিজেপির কর্পোরেটর সুষমা ববিশা পুলিশকে অভিযোগ জানিয়ে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
কংগ্রেস মুখপাত্র বিবেক ত্রিপাঠী অভিযোগ করেছেন, এই ঘটনার জন্য পৌরসংস্থার কর্মীরা দায়ী। তিনি জানান, যেখানে এই ঘটনা ঘটেছে তা ওয়ার্ড ৫০-এর অফিসের কাছে একটি আবর্জনা পোড়ানোর জায়গা।
তিনি বলেন, এই জায়গাটিতে নিয়মিতভাবে পৌর কর্মীরা আবর্জনা পোড়ান, আর সেখানেই দেখা গেছে একাধিক জাতীয় পতাকা পোড়ানো হচ্ছে।
শাহপুরা থানার উপপরিদর্শক হরিশ গুজারবোস বলেন, এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত দুইটি অভিযোগ পাওয়া গেছে জাতীয় পতাকা পোড়ানোর বিষয়ে।
এনডিটিভি বলছে, ঘটনাটি ঘটেছে ভোপালের শহর পরিচালনা সংস্থার নির্ধারিত একটি আবর্জনা ফেলার স্থানে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকটি জাতীয় পতাকা আবর্জনার স্তুপে পুড়ছে।
ঘটনার ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নিয়ে ক্ষোভ তৈরি হয় এবং পরে সেটি প্রশাসনের নজরে আসে।
আরটিভি/এসএইচএম/এস