• ঢাকা শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
logo

চট্টগ্রাম বন্দরে নিয়োগ, কর্মী নেবে ৭৯

আরটিভি নিউজ

  ১১ জানুয়ারি ২০২৫, ১২:২৮
ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। রাজস্ব খাতে ১০ ধরনের পদে ৭৯ কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন অনুসারে কোটা পদ্ধতি অনুযায়ী কর্মী বাছাই ও নিয়োগ করা হবে।

নিয়োগ পরীক্ষা: প্রার্থী নির্বাচনে রচনামূলক লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করা হতে পারে।

তবে বেশ কিছু পদে এমসিকিউ পদ্ধতির লিখিত পরীক্ষা নেওয়া হতে পারে। নিয়োগ পরীক্ষার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় নির্ধারিত পরীক্ষা পদ্ধতি ও বন্দর কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষার বিধিমালা অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষা হবে।

পরীক্ষার প্রস্তুতি: ৯ম থেকে ১৬তম গ্রেডের পদে জনবল নিয়োগ দেওয়া হবে। পদ ও শিক্ষাগত যোগ্যতা অনুসারে প্রশ্নপত্র ও প্রশ্নের ধরনেও ভিন্নতা থাকবে।

ওপরের পদগুলোতে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর চাওয়া হয়েছে। এসব পদের পরীক্ষার প্রশ্নপত্রের মান হবে ১ম বা ২য় শ্রেণির সরকারি চাকরির পরীক্ষার মতোই। অর্থাৎ প্রস্তুতি নিতে হবে এসএসসি থেকে স্নাতক পর্যায়ের বই থেকে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং চাওয়া পদের ক্ষেত্রে ৯ম থেকে দ্বাদশ শ্রেণি ও নির্ধারিত ডিপ্লোমার পাঠ্যবই থেকে প্রস্তুতি নিতে হবে।

এইচএসসি যোগ্যতার পদের বেলায় ৯ম-১০ম শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত পাঠ্যবই অনুসারে প্রস্তুতি নিতে হবে। ড্রাইভার পদের প্রস্তুতি নিতে হবে ৫ম থেকে ৮ম শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত বই থেকে। সবগুলো পদের ক্ষেত্রেই সাধারণ জ্ঞান ও পদসংশ্লিষ্ট বিষয় সম্পর্কে জানাশোনা থাকতে হবে। বিগত পরীক্ষার প্রশ্নপত্র দেখলে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

পদ, যোগ্যতা ও বয়সসীমা: প্রকিউরমেন্ট অফিসার/স্টোর অফিসার ২ জন।

১ম শ্রেণির স্নাতকোত্তর/২য় শ্রেণির স্নাতকসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর। হাইড্রোগ্রাফার ১ জন। সংশ্লিষ্ট বিষয়ে ১ম শ্রেণির স্নাতকোত্তর/২য় শ্রেণির স্নাতকসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর। উপসহকারী প্রকৌশলী ১০ জন। ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। নৌযান পরিদর্শক ১ জন। সংশ্লিষ্ট ডিপ্লোমা বা সমমান যোগ্যতা। ভিটিএসএস অপারেটর ১ জন। সংশ্লিষ্ট কাজের দক্ষতাসহ বিজ্ঞানে এইচএসসি পাস। আর ড্রাইভার ১ জন। অষ্টম পাস। সহকারী স্যানিটারি পরিদর্শক ১ জন। এইচএসসি পাস। টিকাদানকারী ১ জন। এইচএসসি পাস। জুনিয়র স্টোরম্যান ৪ জন। এইচএসসি পাস। নিম্নমান বহিঃসহকারী ৫৭ জন। ২য় বিভাগে এইচএসসি পাস।

নিয়োগ বিজ্ঞপ্তি: www.cpa.gov.bd

আবেদনের শেষ সময়: তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২৫।

আবেদন লিংক: cpadigital.gov.bd/jobs

আরটিভি/এইচএসকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪৩তম বিসিএসের ২৬৭ জনকে নিয়োগ দিলো সরকার
৪৩তম বিসিএস: ২২৭ জনের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসবে মন্ত্রণালয়
৪৩তম বিসিএসে বাদ পড়াদের পুনর্বিবেচনা করা হচ্ছে: জনপ্রশাসন মন্ত্রণালয়
গোয়েন্দা সংস্থার সুপারিশে ৪৩তম বিসিএসে ২২৭ জন বাদ: জনপ্রশাসন মন্ত্রণালয়