ঢাকারোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

ইসলামিক টিভিতে পর্ন!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭ , ০৫:১৮ পিএম


loading/img

তওবা টিভি। সেনেগালের ইসলামিক টেলিভিশন। প্রচার করে ধর্মীয় অনুষ্ঠান। কিন্তু গেলো সোমবার হঠাৎ ধর্মীয় অনুষ্ঠানের পরিবর্তে প্রচার হয় পর্ন। চলে প্রায় ২০ মিনিট ধরে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন দর্শকরা।

বিজ্ঞাপন

ওই দিন তওবা টিভিতে স্থানীয় সময় দুপুর ১টায় প্রচার শুরু হয়। অন্য দিনের মতো এদিনও দর্শকরা ধর্মীয় অনুষ্ঠান দেখতে টেলিভিশন সেটের সামনে বসেন। কিন্তু ১টা ১০ মিনিটে টেলিভিশনের স্ত্রিনে দেখতে পান ‘হার্ড-কোর পর্ন’ দৃশ্য। যা চলে ১ টা ৩০ মিনিট পর্যন্ত। এতে চরম বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন দর্শকরা।

টেলিভিশন চ্যানেল কর্তৃপক্ষ জানায়, এটি কারো ষড়যন্ত্রমূলক কাজ।তাকে খুঁজে বের করতে পাবলিক প্রসিকিউটর অফিসে অভিযোগ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিবিসি, বিজনেস ইনসাইডার, সিবিএস ও ইয়াহু ছাড়া একাধিক জনপ্রিয় সংবাদমাধ্যম জানায়, সাধারণত চ্যানেলটি ইসলামী উপদেশমূলক এবং তাত্ত্বিক বিষয় নিয়ে অনুষ্ঠান প্রচার করে থাকে।

এপি/ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |