ঢাকাবুধবার, ২৮ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

প্রথম মুসলিম নারী বিচারকের মরদেহ মিললো আমেরিকার নদীতে

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭ , ১২:০৯ পিএম


loading/img

আমেরিকার হাডসন নদী থেকে দেশটির প্রথম মুসলিম নারী বিচারক শিলা আবদুস সালামের মরদেহ উদ্ধার করা হয়েছে।  বুধবার ম্যানহাটনের পাশ থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন

শিলা ছিলেন আপিল বিভাগের সহযোগী বিচারক । বুধবার সকালে তিনি তার হার্লিনের বাড়ি থেকে নিখোঁজ হন।  পরে দুপুরে নদীতে তার মরদেহ পাওয়া যায়।

পুলিশের বরাত দিয়ে নিউইয়র্ক পোস্ট জানায়, স্থানীয় সময় দুপুর পৌনে ২টার দিকে হাডসন পার্কওয়ের কাছে ১৩২ নাম্বার রাস্তার পাশে নদীতে ভাসমান অবস্থায় বিচারক শিলা আবদুস সালামের মরদেহ পাওয়া যায়। পরে তার স্বামী আবদুস সালাম মৃতদেহ শনাক্ত করেন।

বিজ্ঞাপন

সূত্র বলছে, কোনো ধরনের মানসিক আঘাত বা দুর্বৃত্তদের হাতে খুন হবার মতো কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

আমেরিকাতে শিলা আবদুস সালাম ছিলেন প্রথম মুসলিম নারী বিচারক। আফ্রিকান-আমেরিকান নারী হিসেবে শিলাই প্রথম আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ পান।

বিজ্ঞাপন
Advertisement

এপি / এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |