যতদিন পরপর আইব্রো-থ্রেডিং করানো নিরাপদ
ব্যক্তিগত হাইজিন বজায় রাখতে এবং নিজেকে পরিপাটি দেখতে অনেক মেয়েরাই নিয়মিত থ্রেডিং কিংবা আইব্রো প্লাকিং করেন। যদিও ভ্রুর সব ধরনের গঠনই সুন্দর, মুখের লোমও এক প্রাকৃতিক বিষয় আর কিছুই নয়। তবু অনেকেই এটি নিয়ে অস্বস্তিবোধ করেন এবং নিয়মিত থ্রেডিং এবং আইব্রো প্লাকিং করেন। এটা একান্তই যার যার নিজস্ব পছন্দ।
আইব্রো প্লাকিং নিয়ে প্রত্যেক মেয়ের মনেই নানারকম প্রশ্ন থাকে। যেমন-ঠিক কতদিন পরপর আইব্রো প্লাকিং করা উচিত, আইব্রো প্লাকিং করলে কোনও ক্ষতি হয় কিনা এবং সবাই আইব্রো প্লাকিং করাতে পারেন কিনা, এমন অনেক প্রশ্নই থাকে তাদের মনে। জেনে নিন সেসব উত্তর।
সুতার সাহায্যে ভ্রুর বাড়তি লোম তুলে ফেলে একটি সুন্দর শেপ দেওয়ার জন্যেই মূলত প্রত্যেকে আইব্রো প্লাকিং করেন। আর এতে মুখশ্রীতেও পরিবর্তন আসে এবং দেখতে বেশ শার্প লাগে।
আইব্রো একবার প্লাকিং করার পরে অন্তত ৩-৪ সপ্তাহ সময় লাগে পুনরায় সম্পূর্ণ হেয়ার গ্রোথ হওয়ার জন্যে। তাই প্রতি ৩-৪ সপ্তাহ পরেই আইব্রো প্লাকিং করা শ্রেয়। তবে আপনার যদি হেয়ার গ্রোথ বেশি হয়, তাহলে আপনি চাইলে ২ সপ্তাহ অন্তরও প্লাক করতে পারেন।
মন্তব্য করুন