ঢাকারোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

আজ প্রপোজ ডে, প্রিয়জনকে মনের কথা জানানোর দিন

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫ , ০৩:৩১ পিএম


loading/img
ছবি: ফ্রিপিক

ফেব্রুয়ারিকে প্রেমের মাস বলা হয়, আর ভ্যালেন্টাইন সপ্তাহের সূচনা হয় ৭ ফেব্রুয়ারি গোলাপ বিনিময়ের মাধ্যমে। এরপরই আসে ৮ ফেব্রুয়ারি, যা পরিচিত প্রপোজ ডে নামে। এ দিনটি প্রেমের অনুভূতি প্রকাশের উপযুক্ত সময়, যখন অনেকেই তাদের প্রিয়জনকে না বলা কথাগুলো বলার সাহস পান।

বিজ্ঞাপন

lovers-are-laughing-happy-guy-girl-lovers-enjoy-each-other-evening-park

যারা রোজ ডে’তে প্রিয়জনকে ভালোবাসার প্রতীক দিতে পারেননি, তারা আজকের দিনটি কাজে লাগিয়ে মনের কথা জানাতে পারেন। যদিও ঐতিহাসিকভাবে এ দিনের কোনো সুস্পষ্ট ভিত্তি নেই, তবে ভ্যালেন্টাইন সপ্তাহে প্রেমের প্রস্তাব দেওয়ার চলটি নিঃসন্দেহে বেশ রোমান্টিক।

বিজ্ঞাপন

Capture

বিশ্বজুড়ে এই দিনে মানুষ মনের কথা অকপটে জানিয়ে দেয়। তাই দ্বিধা ভুলে আপনিও আপনার মনের মানুষকে ভালোবাসার কথা বলুন—হয়তো তিনি ঠিক এই মুহূর্তটিরই অপেক্ষায় আছেন।

Capture

বিজ্ঞাপন

বসন্তের স্নিগ্ধ আবহে যখন প্রকৃতি ভালোবাসার রঙে রঙিন, তখন আপনিও মিশে যান সেই আবেগে। শুভ হোক আপনার প্রপোজ ডে।

আরটিভি/জেএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |