ইতালিয়ান ফার্নিচার ব্র্যান্ড ‘পলিফর্ম’ এখন বাংলাদেশে

আরটিভি নিউজ

সোমবার, ০৭ নভেম্বর ২০২২ , ০৩:৫৮ পিএম


ইতালিয়ান ফার্নিচার ব্র্যান্ড ‘পলিফর্ম’ এখন বাংলাদেশে
ছবি : সংগৃহীত

দেশের একমাত্র বিলাসবহুল ফার্নিচার ও হোম ডেকোর রিটেইলার পেন্টহাউজ লিভিংস বাংলাদেশে নিয়ে এলো ইতালিয়ান ফার্নিচার ব্র্যান্ড ‘পলিফর্ম’।

বিজ্ঞাপন

শনিবার (৫ নভেম্বর) পেন্টহাউজ লিভিংসের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ব্র্যান্ডটির যাত্রা শুরু হয়।

পলিফর্মের মূলমন্ত্র হলো, আধুনিকতা ও এর কারিগরি দক্ষতা। এই দক্ষতার মাধ্যমে পলিফর্মের ডিজাইনাররা তাদের ঐতিহ্য, কালচার এবং মেধাকে কাজে লাগিয়ে ফার্নিচার তৈরির আগেই তা একটি নতুন ডিজাইন হিসাবে স্বীকৃত দেয়। নতুন এই ভিন্ন ভিন্ন ডিজাইনগুলো পলিফর্মের প্রতিটি ফার্নিচারে দেখা যায়, যা মানুষের দৈনন্দিন চাহিদা ও কমফোর্টকে প্রাধান্য দেয়।

বিজ্ঞাপন

পেন্টহাউজ লিভিংসে রয়েছে, লাক্সারি ফিনিশিং এবং আনুষঙ্গিকসহ বাড়ির জন্য বিভিন্ন ধরনের ফার্নিচার, হোম ডেকোর এবং কাস্টমাইজড কিচেন। ডিজাইনার এবং কাস্টমারদের আধুনিক এই ফার্নিচার কিনতে সহায়তা করা ছাড়াও, তারা দেশের ওয়ান স্টপ লাক্সারি রিসোর্স হওয়ায় ইতালিয়ান ব্র্যান্ড পলিফর্মকে বাংলাদেশে নিয়ে এসেছে।

একটি অসাধারণ ‘ভেনি, ভিডি, ভিসি’- থিমড ইভেন্টে, পেন্টহাউজ লিভিংস এই অত্যাধুনিক ফার্নিচার ব্র্যান্ডটির উদ্বোধন করেন।

বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াটা, ডেপুটি হেড অফ মিশন মাত্তিয়া ভেঞ্চুরা এবং পলিফর্মের এরিয়া ম্যানেজার আন্দ্রেয়া ফিওরে পেন্টহাউজ লিভিংসের ব্র্যান্ড লঞ্চে যোগ দেন। 

বিজ্ঞাপন

বনানীতে পেন্টহাউজ লিভিংসের শোরুমে অনুষ্ঠিত এই আয়োজনে পেন্টহাউজ লিভিংসের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, ডিরেক্টর অপারেশনস এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পেন্টহাউজ লিভিংস বাংলাদেশের একমাত্র এবং সর্বপ্রথম লাক্সারি রিটেইল যেখানে ইতালি, আমেরিকা, জার্মানি, পর্তুগাল এবং ফ্রান্সসহ অনেক দেশের ৪৫টির ও বেশি বিলাসবহুল ব্র্যান্ডের ফার্নিচার, হোম ডেকোর, হোম এক্সেসরিজ, টেবিলওয়্যার এবং আরও অনেক কিছু রয়েছে। এ ছাড়া পেন্টহাউজ লিভিংস বাংলাদেশে; ক্রিস্টোফার গাই, ক্যারাকোল, আইকোল্ডজ, স্মেগ, নোবিলিয়া, কর্নেলিও কাপালিনি, মাইকেল এরাম, মারিও লুকা জিউস্টি, নরিসন, ইন্টারকয়েল, লেনক্স, রয়েল আলবার্ট, ওয়েজউড, মাইকেল এমিনি, ব্লুম আউটডোর মোবেল, জোনাথন এডলার, হাডসন ভ্যালিসহ বিশ্বব্যাপী অনেক বিলাসবহুল ব্রান্ডের একমাত্র অনুমোদিত পরিবেশক।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission