দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ৯টায় রেকর্ড ১৫ হাজার ৩০৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে, গত মঙ্গলবার (১১ এপ্রিল) সর্বোচ্চ ১৪ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। পরদিন বুধবার সেই রেকর্ড ভেঙে ১৪ হাজার ৯৩২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। সেই রেকর্ডও আজ ভেঙে গেল।
এদিকে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ১০ টার দিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, বাংলা নতুন বছর শুরুর আগে একটি সুখবর! বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ আজ প্রথমবারের মতো ১৫ হাজার মেগাওয়াটের মাইলফলক পার করেছে। আজ রাত ৯টায় বিদ্যুৎ উৎপাদন হয়েছে রেকর্ড ১৫ হাজার ৩০৪ মেগাওয়াট।
তিনি আরও লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল- যেকোনো মূল্যে সাধারণ মানুষের জীবনে স্বস্তি নিশ্চিত করতে হবে। এ লক্ষ্য পূরণে আমাদের বিদ্যুৎ বিভাগের কর্মীরা অক্লান্ত কাজ করে যাচ্ছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন।