ঢাকাবৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২

এক্সপ্রেসওয়েতে ডাকাতির পর সাত জন পালিয়ে যান ৭ জেলায়

আরটিভি নিউজ

রোববার, ২২ অক্টোবর ২০২৩ , ০১:১৫ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে র‌্যাব পরিচয়ে ৪৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় মূলহোতা শ্যামলসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তারা ডাকাতির পর ৭ জেলায় পালিয়ে গিয়েছিলেন।

বিজ্ঞাপন

রোববার (২২ অক্টোবর) রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশিদ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সবুজ মিয়া ওরফে শ্যামল (৩৯), মো. সাহারুল ইসলাম ওরফে সাগর (২৩), আবু ইউসুফ (৪১), দিদার ওরফে দিদার মুন্সী (৩৫), মো. ফেরদৌস ওয়াহীদ (৩৫), মো. আলামিন দুয়ারী ওরফে দিপু (৪২) ও মো. দাউদ হোসেন মোল্যা (৩৯)।

বিজ্ঞাপন

হারুন অর রশিদ বলেন, ডাকাতি করার পর ৭ জন মুন্সীগঞ্জ-ফেনীসহ ৭ জেলায় চলে যায়। এরপর আমাদের ডিবির ক্যান্টনমেন্ট জোনাল টিম অভিযানে নেমে পটুয়াখালী থেকে প্রথমে শ্যামলকে গ্রেপ্তার করে। এরপর পর্যাক্রমে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। একটু আগে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার, র‌্যাবের জ্যাকেট-হ্যান্ডকাপ, ওয়্যারল্যাস এবং হুবহু অর্জিনালের মতো দেখতে খেলনা পিস্তল, ২৫-২৬টি মোবাইল ফোন, দুই ভরি স্বর্ণ এবং ২৩ লাখ ৮৫ হাজার টাকাসহ প্রায় ২৬ লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানান ডিবিপ্রধান।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, ডাকাতির টাকা দিয়ে তারা উকিলের পেছনে খরচ করেছেন। আবার কেউ জুয়া খেলেছেন, কেউ বাসাভাড়া দিয়েছেন। এভাবে বিভিন্নভাবে তারা খরচ করেছেন।

বিজ্ঞাপন

হারুন অর রশিদ জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে কখনও ডিবি, কখনও পুলিশ আবার কখনও র‌্যাব পরিচয়ে মহাসড়কে গাড়ি থামিয়ে ডাকাতি করে আসছিল। ঢাকাসহ আশপাশের ১৩টি জেলায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

বিজ্ঞাপন

ডিবিপ্রধান বলেন, ডাকাতির মাস্টারমাইন্ড শ্যামল ওরফে পলাশ ওরফে সবুজ। তিনি মূলত ডাকাতির পরিকল্পনা করেন। আর সাগর ব্যাংকের ভেতরে থাকে। দুই-তিনদিন যাবত বিভিন্ন ব্যাংকে ঘুরে খেয়াল রাখে যে কোন ব্যাংক থেকে ভালো একটা অ্যামাউন্ট লেনদেন হয়। এরপর সে শ্যামলকে জানায়। শ্যামল তারপর টার্গেটকে অনুসরণ করে ডাকাতি করে। সাগরকে এর আগেও একবার গ্রেপ্তার করা হয়েছিল। তার নামে দেশের বিভিন্ন জায়গায় ৭টি ডাকাতির মামলা রয়েছে।

এর আগে, গত ১০ অক্টোবর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর বিকেল ৪টার দিকে গাড়ি থামিয়ে র‌্যাব পরিচয়ে ৪৮ লাখ টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা। এ ঘটনায় খিলক্ষেত থানায় মামলা করেন আল-আরাফা ইসলামি ব্যাংকের কর্মকর্তা সোহেল আহম্মেদ সুলতান।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |